ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ক্রমাগত চেষ্টায় গাড়ি চালু হচ্ছে না দেখে চালক ভেবেছিলেন ইঞ্জিনের গোলমাল। তাই গাড়ির বনেট খুলে পরীক্ষা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু বনেট খুলতেই চমকে উঠলেন তিনি। ইঞ্জিনের কাছে কুণ্ডলী পাকিয়ে শুয়ে রয়েছে একটি মস্ত বড় অজগর। তা দেখেই ভয় পেয়ে বনেট বন্ধ করে দেন তিনি। সম্প্রতি উত্তরপ্রদেশের বারাবংকী এলাকায় সাতনাম পুরওয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই গাড়িটি উত্তরপ্রদেশের বিজেপি নেতা নাগেন্দ্রপ্রতাপ সিংহের। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
গাড়ির চালকের দাবি, তিনি আসনে বসে ক্রমাগত চেষ্টা করার পরেও গাড়ির ইঞ্জিন চালু হচ্ছিল না। কী সমস্যা দেখা দিয়েছে তা পরীক্ষা করার জন্য গাড়ির বনেট খুলেছিলেন তিনি। তখনই দেখেন যে, বনেটের ভিতর ইঞ্জিনের কাছে একটি বিশাল অজগর ঘাপটি মেরে কুণ্ডলী পাকিয়ে শুয়ে রয়েছে। তা দেখে সঙ্গে সঙ্গে বনেট বন্ধ করে দেন তিনি।
আশপাশের স্থানীয়েরা ছুটে এসে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে শুরু করেন। বনবিভাগে খবর দেওয়া হলে দেরি না করে ঘটনাস্থলে পৌঁছে যান কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত বনদফতরের এক কর্মী জানান যে, অজগরটি লম্বায় সাত ফুট দীর্ঘ। ঘটনাস্থলে পৌঁছোনোর পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় অজগরটিকে উদ্ধার করা হয়। নিকটবর্তী জঙ্গলে সেই অজগরটিকে ছেড়ে দেন বনদফতরের কর্মীরা।