ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
সংসার এবং অফিসের কাজ সামলে একান্তে সময় কাটানোর সুযোগ পান না স্বামী-স্ত্রী। তাই বিবাহবার্ষিকী উপলক্ষে রোম্যান্টিক ভাবে দিন কাটাবেন বলে স্থির করেন দু’জনে। দুই সন্তানকে বাড়িতে রেখে সারা দিন বাইরে কাটাবেন। তার পর গভীর রাতে বাড়ি ফিরে নির্জনে কিছু সময় কাটানোর পরিকল্পনা ছিল দম্পতির। কিন্তু সেই পরিকল্পনায় জল ঢেলে দিলেন তরুণের মা। বিবাহবার্ষিকী উপলক্ষে পুত্রের বাড়িতে হাজির হয়ে পড়লেন তিনি। এমনকি, রাতেও ছেলের বেডরুমের পাশের ঘরে শুয়ে পড়লেন তিনি। তা দেখে রেগে আগুন হয়ে গেলেন তরুণী।
৩২ বছর বয়সি তরুণী লিসা (নাম পরিবর্তিত)। স্বামী এবং দুই সন্তান নিয়ে সংসার তাঁর। লিসা এবং তাঁর স্বামী জিম (নাম পরিবর্তিত) দু’জনেই অফিসের কাজের চাপে জর্জরিত। সারা দিন পর অফিস, সংসার সামলে আর একান্তে সময় কাটানোর সুযোগ পান না তাঁরা। শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ মেলাও কঠিন। তাই বিবাহবার্ষিকী রোম্যান্টিক ভাবে কাটাবেন বলে স্থির করেন দম্পতি।
অন্য দিকে লিসার দুশ্চিন্তা কমানোর জন্য তাঁকে না জানিয়েই জিম তাঁর মাকে আমন্ত্রণ জানালেন। বিবাহবার্ষিকীর দিন বাড়িতে গিয়ে হাজির হন জিমের মা। তাঁকে দেখে বিরক্ত প্রকাশ করেন লিসা। লিসার দাবি, তাঁর শাশুড়ির নাকি নাক গলানোর স্বভাব রয়েছে। ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখান জিমের মা। লিসা জানান, তিনি যখন মধুচন্দ্রিমায় যাওয়ার আগে ব্যাগ গোছাচ্ছিলেন, তখন তাঁর সামনে বসেছিলেন জিমের মা। লিসা ব্যাগের মধ্যে একটি বিকিনি ভরলে আপত্তি জানিয়েছিলেন জিমের মা। তিনি নাকি লিসাকে বলেছিলেন, ‘‘তুমি এত খোলামেলা পোশাক পরে সমুদ্রসৈকতে ঘুরবে?’’
শাশুড়ির এই আচরণ পছন্দ হয়নি লিসার। তার পর থেকেই শাশুড়ি-বৌমার মধ্যে মানসিক দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে। কিন্তু জিম তাঁর মাকে আমন্ত্রণ জানিয়ে নাকি লিসার চিন্তাই লাঘব করতে চেয়েছিলেন। জিম জানান, তাঁর মা নাকি পরিবারের সঙ্গে সময় কাটানোর অনুরোধ করেছিলেন। বয়স হওয়ার কারণে বাড়ি থেকে কোথাও তেমন বার হন না জিমের মা। তাই মাকে ডেকেছিলেন জিম।
জিম ভেবেছিলেন, তিনি যখন লিসাকে নিয়ে বাইরে যাবেন তখন তাঁদের অনুপস্থিতিতে দুই সন্তানের দেখভাল করতে পারবেন জিমের মা। জিম এবং লিসাও নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবেন। কিন্তু আদতে তা ঘটল না। জিমের মা-ও সঙ্গ দিলেন দম্পতিকে। সারা দিন জিম এবং লিসার সঙ্গে ঘোরাফেরা করলেন তিনি। এমনকি, তাঁদের সঙ্গে বাইরে নৈশভোজও সেরে আসলেন। বাড়ি ফিরেও দম্পতিকে একা ছাড়তে রাজি হলেন না জিমের মা। লিসা ভেবেছিলেন, রাতে অন্তত স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হবেন। তাতেও বাদ সাধলেন শাশুড়ি।
দম্পতির বেডরুমের পাশের ঘরেই বিছানা পেতে শুয়ে পড়লেন জিমের মা। লিসার দাবি, বিবাহবার্ষিকীর সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছেন তাঁর শাশুড়ি। তা নিয়ে রাগে ফেটে পড়তে জিম নাকি বেঁকে বসেছেন। তিনি দু’পক্ষের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি। লিসা নাকি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছেন বলে অভিযোগ জিমের।