Viral Video

হোটেলে ধরা পড়লেন অন্য মহিলার সঙ্গে! প্রেমিককে মাটিতে ফেলে, পোশাক ছিঁড়ে পেটালেন প্রেমিকা, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৭৮ স্কিম এলাকার একটি হোটেলে এক মহিলার সঙ্গে সময় কাটাচ্ছিলেন ইনদওরের ওই তরুণ। এমন সময় তাঁর প্রেমিকা সেখানে চলে আসেন। হাতেনাতে ধরে ফেলেন তরুণকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৩:০৫
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

হোটেলে অন্য মহিলার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরা পড়েছিলেন। তরুণকে ধরে রাস্তায় শুইয়ে উত্তম-মধ্যম দিলেন তাঁর প্রেমিকা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ইনদওরের ৭৮ স্কিম এলাকায়। সেই নাটকীয় ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৭৮ স্কিম এলাকার একটি হোটেলে এক মহিলার সঙ্গে সময় কাটাচ্ছিলেন এক তরুণ। এমন সময় তাঁর প্রেমিকা সেখানে চলে আসেন। হাতেনাতে ধরে ফেলেন তরুণকে। এর পর প্রেমিককে টেনে নীচে নামিয়ে আনেন তিনি। মারধর শুরু করেন। প্রেমিকের মারের চোটে ওই তরুণের জামা ছিঁড়ে যায়। মাটিতে শুয়েই ক্ষমা চাইতে থাকেন তিনি। তবে তার মধ্যেই চলতে থাকে জুতোপেটা। এর পর একটি বাইকে চড়ে সেখান থেকে চলে যান প্রহৃত তরুণের প্রেমিকা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইনদওর আপডেট’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement

ইনদওরের লাসুদিয়া পুলিশ ইতিমধ্যেই ঘটনাটি নিশ্চিত করেছে। তদন্তও শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement