Viral Video

ট্রেনের আসনে শুয়ে চাদর চাপা দিয়ে আদর! যুগলের কাণ্ডে রে রে করে তেড়ে গেলেন সহযাত্রীরা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ট্রেনের উপরের বার্থে চাদর চাপা দিয়ে শুয়ে রয়েছেন এক তরুণ যুগল। হঠাৎই কয়েক জন সহযাত্রী রে রে করে তেড়ে আসেন তাঁদের দিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ০৮:০১
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ট্রেনের আসনে চাদর চাপা দিয়ে শুয়ে আদর। যুগলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলে গর্জে উঠলেন সহযাত্রীরা। তরুণকে মারধরও করলেন। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ট্রেনের উপরের বার্থে চাদর চাপা দিয়ে শুয়ে রয়েছেন এক তরুণ যুগল। এমন সময় কয়েক জন সহযাত্রী রে রে করে তেড়ে আসেন তাঁদের দিকে। যুগলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তোলেন তাঁরা। সঙ্গে সঙ্গে উঠে বসেন যুগল। অবাক দৃষ্টিতে যাত্রীদের দিকে তাকিয়ে থাকেন। এক জন যাত্রী তরুণের গায়ে হাত তোলেন। তবে পাল্টা তর্ক চালিয়ে যান ওই তরুণ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কাজল মিশ্র’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের ঘটনার নিন্দা করলেও অনেকে আবার যুগলকে সমর্থনও করেছেন। যুগলের আচরণকে অশালীন তকমা দিয়েছেন অনেকে। যুগলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। এক নেটাগরিক লিখেছেন, “ট্রেনও তা হলে এখন ঘনিষ্ঠ হওয়ার জায়গা হিসাবে কাজ করছে! নির্লজ্জ এবং অশালীন আচরণ।’’ অন্য এক নেটাগরিক লিখেছেন, ‘‘ওঁরা প্রাপ্তবয়স্ক। দম্পতি হিসাবে ওঁরা কী করবেন সে অধিকার ওঁদের আছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement