Viral Video

চলন্ত বাইকে উদ্দাম আদর, প্রেমিকাকে জড়িয়েই ‘পক্ষীরাজ’ ছোটালেন মদ্যপ যুবক! ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিজয়ওয়াড়ার রামলিঙ্গেশ্বর নগর উড়ালপুলে বিপজ্জনক ভাবে বাইক চালাতে দেখা গিয়েছিল ওই তরুণকে। তিনি মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন বলেও খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ০৯:০৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

রাতের অন্ধকারে ব্যস্ত রাস্তা দিয়ে বাইক ছোটাচ্ছেন মদ্যপ তরুণ। সামনে উল্টো হয়ে তাঁকে জড়িয়ে বসে রয়েছেন প্রেমিকা। চলন্ত বাইকেই চলছে উদ্দাম আদর। পাশ দিয়ে প্রবল গতিতে বেরিয়ে যাচ্ছে একের পর এক লরি, ট্যাঙ্কার ও গাড়ি। তাতেও কুছ পরোয়া নেই যুগলের। ঝুঁকি নিয়েই একে অপরকে আলিঙ্গন করতে থাকেন তাঁরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিজয়ওয়াড়ার রামলিঙ্গেশ্বর নগর উড়ালপুলে বিপজ্জনক ভাবে বাইক চালাতে দেখা গিয়েছিল ওই তরুণকে। ওই তরুণ মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন বলেও খবর। অন্য দিকে তাঁর প্রেমিকা উল্টো হয়ে বসেছিলেন জ্বালানি ট্যাঙ্কের উপরে। জড়িয়ে ধরেছিলেন তরুণকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘লাইফস্টাইলএপি’ নামের ইউটিউব চ্যানেল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশ ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার যুগলের সমালোচনায় সরব হয়েছেন। ক্ষোভপ্রকাশ করে যুগলের শাস্তির দাবিও তুলেছেন কেউ কেউ। যুগলের আচরণকে অশালীন তকমাও দিয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘লজ্জার বালাই নেই। একে তো বিপজ্জনক ভাবে বাইক চালাচ্ছে, তার উপর আবার এই সব। নিজেরাও মরবে, লোককেও মারবে। কড়া শাস্তি হওয়া উচিত।’’

Advertisement

বিজয়ওয়াড়া পুলিশ ইতিমধ্যেই যুগলকে খুঁজে বার করার জন্য তদন্ত শুরু করেছে বলে খবর। খতিয়ে দেখা হচ্ছে ভিডিয়ো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement