Viral Video

গোদ তাপপ্রবাহে বিষফোড়া বিদ্যুৎবিভ্রাট! বাড়ি ছেড়ে এটিএমে ঢুকে ঘুমোলেন স্থানীয়েরা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এটিএমের ভিতরে ঠান্ডায় বসে বিশ্রাম নিচ্ছেন দুই মহিলা। তাঁদের মধ্যে এক মহিলার কোলে মাথা রেখে ঘুমোচ্ছে তিন কিশোর। ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অভিষেক ভরদ্বাজ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৬:৫২
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

তীব্র তাপপ্রবাহের পাশাপাশি ক্রমাগত বিদ্যুৎবিভ্রাট। প্রতিবাদে শীতাতপনিয়ন্ত্রিত এটিএমের ভিতরে ঢুকে পড়লেন স্থানীয়েরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

তাপপ্রবাহ তীব্রতর হওয়ার পাশাপাশি উত্তরপ্রদেশের ঝাঁসির বাসিন্দারা ক্রমাগত বিদ্যুৎবিভ্রাট নিয়ে নাজেহাল। বিদ্যুতের কেন এত সমস্যা? সরকার এবং বিদ্যুৎ দফতরের কাছে জবাবদিহি চেয়ে রাস্তায় নেমেছেন স্থানীয়েরা। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তায় ধর্নায় বসেছেন। সেই পরিস্থিতিতে এ বার ক্ষোভপ্রকাশ করে এটিএমের ভিতরেই আশ্রয় নিলেন জনাকয়েক স্থানীয়।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এটিএমের ভিতরে ঠান্ডায় বসে বিশ্রাম নিচ্ছেন দুই মহিলা। তাঁদের মধ্যে এক মহিলার কোলে মাথা রেখে ঘুমোচ্ছে তিন কিশোর। ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অভিষেক ভরদ্বাজ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। হইচই পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলাদের মধ্যে এক জনের নাম জয়ন্তী কুশওয়াহা। গরমে নাজেহাল হয়ে তিন পুত্রকে নিয়ে শীতাতপনিয়ন্ত্রিত ওই এটিএমে ঢুকে পড়েন তিনি। সংবাদমাধ্যমে জয়ন্তী বলেন, ‘‘আমরা এখানে আছি কারণ, এখানে বিদ্যুৎ আছে। আমরা কোথায় যাব? রাতদিন বিদ্যুৎ পাই না। তাই আমি এবং আমার পুরো পরিবার গরম থেকে কিছুটা স্বস্তি পেতে এখানে বিশ্রাম নিচ্ছি।’’ তিনি আরও বলেন, “এক মাস ধরে এমনটা চলছে। বিদ্যুৎ দফতরের কেউ আমাদের কিছু জানাচ্ছেন না। তাই আমরা এটিএমে আছি। সন্তানদের নিয়ে রাস্তায় ঘুমোতে পারব না। সেই কারণেই এই ব্যবস্থা।’’

জয়ন্তী এবং তাঁর সন্তানদের এটিএমে বিশ্রাম নেওয়ার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের সমালোচনার মুখে পড়েছে সে রাজ্যের সরকার। উত্তরপ্রদেশের বিদ্যুৎ দফতরকে ‘দুর্নীতিগ্রস্ত’ এবং ‘অযোগ্য’ বলেও মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন,“জানি না এটা সত্যি কি না, কিন্তু ঝাঁসির বিদ্যুৎ পরিস্থিতি সত্যিই ভয়াবহ।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘উত্তরপ্রদেশের বিদ্যুৎ দফতর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য একটি দফতর। সম্পূর্ণ বেসরকারিকরণ করা দরকার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement