Viral Video

পাত্রকে অপছন্দ! সকলের সামনে তরুণকে ধাক্কা পাত্রীর, মালাও পরালেন ছুড়ে, বিয়েবাড়ির ভিডিয়ো ভাইরাল

নববধূর সাজে মালাবদল করতে মঞ্চে উঠছিলেন তরুণী। পাত্রীর হাত ধরতে এগিয়ে গিয়েছিলেন হবু বর। নিজের হাতখানি বাড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তা দেখে তরুণীর মাথা গেল গরম হয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৪:৩৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পাত্রকে পছন্দ হয়েছে পরিবারের। কিন্তু তাঁকে একদমই মনে ধরেনি তরুণীর। অনিচ্ছা সত্ত্বেও বিয়েতে মত দিতে হয়েছে তাঁকে। রাগের চোটে বিয়ের দিন হবু বরকে সকলের সামনে ধাক্কা দিয়ে ফেললেন তরুণী। এমনকি, মালাবদলের সময়েও পাত্রের গলায় মালা দিলেন ছুড়ে। পাত্রীর রাগ দেখে চুপ করে রইলেন তরুণ।

Advertisement

মাটি থেকে মালা তুলে আবার নিজের গলায় পরে চুপচাপ দাঁড়িয়ে পড়লেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘লেটেস্ট.আইজি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, নববধূর সাজে মালাবদল করতে মঞ্চে উঠছিলেন তরুণী। পাত্রীর হাত ধরতে এগিয়ে গিয়েছিলেন হবু বর। নিজের হাতখানি বাড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তা দেখে তরুণীর মাথা গেল গরম হয়ে।

Advertisement

রেগেমেগে তরুণের হাত ঠেলে সরিয়ে দিলেন তিনি। তার পর একা একা মঞ্চে উঠে পড়লেন তিনি। ধাক্কা দিয়ে পাত্রকে সামনে থেকে ঠেলে সরিয়ে গোসা করে সামনে দাঁড়িয়ে পড়লেন তরুণী। নিয়ম মেনে তরুণকে মিষ্টি খাওয়ানোর কথা ছিল তাঁর।

কিন্তু নিয়মের কোনও ধার ধারলেন না তিনি। পাত্রকে খাওয়ানোর বদলে সেই মিষ্টি নিজেই খেয়ে ফেললেন। মালাবদলের সময়েও রাগ কমল না তাঁর। পাত্রের গলায় মালা পরাতে গিয়ে দূর থেকেই তা ছুড়ে দিলেন। সেই মালা আর গলায় থাকল না তরুণের। নীচে পড়ে গেল। তরুণও চুপচাপ নীচ থেকে সেই মালা তুলে নিজেই নিজের গলায় পরে নিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement