ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বৃষ্টিমুখর দিনে পিৎজ়া খাওয়ার ইচ্ছা হওয়ায় অনলাইনে চটপট তা অর্ডার করে ফেলেন এক ব্যক্তি। নির্দিষ্ট সময়ে সেই ব্যক্তির বাড়ির ঠিকানায় পিৎজ়া নিয়ে হাজির হলেন এক তরুণ। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপতেই বিপদ হল তরুণের। তরুণ যখন দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, ঠিক তখনই বাজ পড়ল। একেবারে তরুণের কান ঘেঁষে সেই বাজটি মাটিতে পড়ল।
বরাতজোরে প্রাণে বেঁচে গেলেন ওই তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘অ্যাকিউওয়েদার’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ পিৎজ়ার বাক্স নিয়ে একটি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। কলিং বেল টিপে অপেক্ষা করছেন তিনি। দরজার সামনে লাগানো ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ছে।
সেই মুহূর্তে ভয়ঙ্কর শব্দ করে একটি বাজ পড়ল। ‘ডোরবেল ক্যামেরা’য় দেখা গেল একটি আলোর ঝলকানি তরুণের কানের পাশ দিয়ে নেমে গেল। তরুণ চমকে গিয়ে চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে দরজা খুললেন সেই বাড়ির মালিক। কিন্তু পিৎজ়া ডেলিভারি করে বিন্দুমাত্র দেরি করেননি সেই তরুণ। ভয়ের চোটে দৌড়ে গাড়িতে উঠে পড়লেন।
এই ঘটনাটি বুধবার নিউ জার্সির ওয়েন এলাকায় ঘটেছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে খুব ভয় পেলাম। তরুণ একেবারেই ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন।’’