ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ভরা বাজারে বাইক নিয়ে এ দিক-ও দিক ঘুরছিলেন তরুণ। হঠাৎ রাস্তায় একটি হনুমান নজরে পড়ল তাঁর। তরুণকে দেখে সে এগিয়ে গেল বাইকের কাছে। তার পর বাইকের হ্যান্ডেল ধরে উঠে পড়ল হনুমানটি। কিন্তু তাকে নিয়ে কেরামতি দেখাতে গিয়েই বিপদ জুটল তরুণের কপালে। রেগে গিয়ে তরুণের মুখে কামড় বসিয়ে দিল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘রাহুলদে২৩৮২’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দিনদুপুরে হেলমেট ছাড়া বাজারের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছেন এক তরুণ। তাঁর বাইকের উপর উঠে বসে রয়েছে একটি হনুমান। বাইকের দুই হ্যান্ডল ধরে কোনও রকমে নিজেকে সামলে রেখেছে সে।
বেসামাল হলেই বাইক থেকে ধপাস করে পড়ে যেতে পারে হনুমানটি। বাইকের হ্যান্ডল ধরে তরুণের মুখোমুখি বসে রয়েছে সে। বাইক থামানোর কোনও নামগন্ধ নেই তরুণের। আর শান্ত হয়ে বসে থাকতে পারল না হনুমানটি। তরুণের দিকে এগিয়ে গিয়ে তাঁর মুখে এক কামড় বসিয়ে দিল সে। ভিডিয়োটি দেখে তরুণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘উচিত শিক্ষা পেয়েছেন ওই তরুণ। প্রাণীদের নিয়ে এমন ফাজলামি করা একদম ঠিক নয়।’’