Viral Video

গুঁতো মেরে বাড়িয়ে দিল ‘সাহায্যের’ শিং! উল্টে যাওয়া কচ্ছপকে পাল্টি খাওয়াল মহিষ, মজার ভিডিয়ো ভাইরাল

একটি কচ্ছপ উল্টে পড়ে রয়েছে মাটিতে। বন্ধুর বিপদ দেখে সে দিকে দৌড়ে যায় একটি মহিষ। শিং দিয়ে বার বার কচ্ছপটিকে গুঁতো মারতে শুরু করে সে। অসহায় কচ্ছপটিকে দেখে আক্রমণ করার উদ্দেশ্য ছিল না মহিষটির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৭:০৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চিড়িয়াখানায় ভিতর ঘোরাফেরা করছিল একটি কচ্ছপ। হাঁটতে হাঁটতে উল্টে পড়ে গেল সে। কিছুতেই আর সোজা হতে পারছিল না কচ্ছপটি। খোলসের উপর ভর দিয়ে ছোট ছোট পা নাড়িয়ে যাচ্ছিল সে। তখনই বন্ধুকে সাহায্যের ‘শিং’ বাড়িয়ে দিল মহিষ। গুঁতো মেরে কচ্ছপটিকে আবার সোজা করে বসিয়ে দিল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ল্যাডবাইবেল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কচ্ছপ উল্টে পড়ে রয়েছে মাটিতে। বন্ধুর বিপদ দেখে সে দিকে দৌড়ে যায় একটি মহিষ। শিং দিয়ে বার বার কচ্ছপটিকে গুঁতো মারতে শুরু করে সে। অসহায় কচ্ছপটিকে দেখে আক্রমণ করার উদ্দেশ্য ছিল না মহিষটির। বরং তাঁকে সাহায্য করতেই এগিয়ে গিয়েছিল সে।

বার বার গুঁতো দিয়ে খোলসটিকে মাটির উপর উল্টে দিতে চেষ্টা করছিল মহিষটি। বার কয়েক চেষ্টার ফলে সফলও হয়ে যায় সে। কচ্ছপটিকে আবার সোজা করে বসিয়ে দেয় সেই মহিষটি। মহিষের খাঁচার বাইরে ভিড় জমিয়ে ফেলেছিলেন পর্যটকেরা। মহিষকে পরোপকার করতে দেখে আনন্দে হাততালি দিয়ে ওঠেন সকলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement