ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
স্কুটারের আসনে হাত রেখে মনের আনন্দে দিব্যি ফোনে কথা বলছিলেন এক ব্যক্তি। কিন্তু তিনি ফোনে কথা বলতে এতই ব্যস্ত যে, কখন তাঁর পিছনে ‘শিবের বাহন’ এসে দাঁড়িয়েছে তা বুঝতেই পারেননি। ব্যস্ত রাস্তায় সেই ব্যক্তিকে পিছন থেকে এগিয়ে এসে এক ধাক্কা দিল ষাঁড়টি। ষাঁড়ের ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়লেন ওই ব্যক্তি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘সোশ্যাল_._পাল্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দোকানের সামনে স্কুটার দাঁড় করিয়ে ফোনে কথা বলছিলেন এক ব্যক্তি। ব্যস্ত রাস্তা দিয়ে লেজ দোলাতে দোলাতে ওই ব্যক্তির দিকে এগিয়ে যাচ্ছিল একটি ষাঁড়। ফোনে কথা বলার সময় ওই ব্যক্তি এতই ডুবে গিয়েছিলেন যে, ষাঁড়টিকে লক্ষই করেননি তিনি। পিছন থেকে এসে ব্যক্তির পিঠে শিং দিয়ে এক গুঁতো মারল ষাঁড়টি। গুঁতো খেয়ে ওই ব্যক্তি একেবারে ছিটকে রাস্তায় পড়ে গেলেন।
ষাঁড়টি তাঁর দিকে এগিয়ে গেলে সঙ্গে সঙ্গে সামনের দোকানে ছুটে যান ওই ব্যক্তি। ভিডিয়োটিও সেখানেই শেষ হয়ে যায়। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ষাঁড়টি যে ও ভাবে গুঁতো মেরে দেবে তা প্রথমে বোঝাই যায়নি। ব্যক্তির আরও বড় বিপদ হতে পারত।’’