ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
হেলমেট না পরেই রাস্তা দিয়ে দ্রুত বেগে বাইক চালাচ্ছিলেন এক তরুণ। আরোহীর আসনে ছিলেন তাঁর দুই বন্ধু। কারও মাথায় হেলমেট নেই। রাস্তা দিয়ে সোজা কালভার্টের উপর উঠতে গিয়েই হল বিপদ। বাইক নিয়ন্ত্রণে রাখতে না পেরে বন্ধুদের নিয়ে সোজা নর্দমায় গিয়ে পড়লেন তরুণ। বিপদ বুঝে শেষ মুহূর্তে অদ্ভুত ‘স্টান্ট’ দেখিয়ে রক্ষা পেলেন এক বাইক আরোহী। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দ্য ফিজেন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাইকে হেলমেট ছাড়া তিন জন বসে রয়েছেন। তীব্র বেগে সেই বাইকটি একটি কালভার্টের দিকে এগিয়ে যাচ্ছে। অন্য দিক থেকে সেই সময় একটি গাড়ি আসছিল। রাস্তা থেকে বাঁক নিয়ে গাড়িটি কালভার্টের দিকে উঠছিল। বাইক সামলাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধুদের নিয়ে সোজা নর্দমায় পড়ে যান আরোহী।
শেষ মুহূর্তে অবশ্য নিজেকে রক্ষা করতে অদ্ভুত ‘স্টান্ট’ দেখান এক তরুণ বাইক আরোহী। বাইকের পিছনের আসনে বসেছিলেন তিনি। বাইকটি যখন রাস্তা ছেড়ে নর্দমার দিকে পড়ে যাচ্ছিল, সেই সময় বাইকের আসন ছেড়ে লাফিয়ে ওঠেন তরুণ। লাফ দিয়ে কালভার্টের রেলিং ধরে ঝুলে পড়েন তিনি। তত ক্ষণে বাইক নিয়ে নর্দমার জলে হাবুডুবু খেতে শুরু করেছেন তাঁর দুই বন্ধু।
রেলিং পার করে কালভার্টের উপর উঠে বন্ধুদের দিকে তাকান সেই তরুণ। আশপাশ থেকে স্থানীয়েরাও ছুটে যান সেখানে। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে তরুণের কাণ্ড দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘হলিউডের সিনেমায় টম ক্রুজ় যেমন ‘স্টান্ট’ দেখান, এই তরুণও তেমন কাণ্ডই ঘটাল।’’