ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রিল বানাবেন বলে রেললাইনের ধারে আগে থেকে ক্যামেরা চালু করে রেখেছিলেন তরুণ। নায়কের মতো রেললাইনের ধার দিয়ে হেঁটে ক্যামেরার দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু রিল বানাতে গিয়েই ঘটল দুর্ঘটনা। পিছন থেকে তীব্র বেগে ছুটে আসছিল একটি ট্রেন। চলন্ত ট্রেনের ধাক্কায় রেললাইনে ছিটকে পড়লেন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘পরভেজ শাহ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন তরুণ রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। পিছন থেকে ছুটে আসছিল একটি চলন্ত ট্রেন। ট্রেনের ধাক্কায় ছিটকে রেললাইনের ধারে পড়ে গেলেন ওই তরুণ। পাথরের মধ্যে পড়ে গিয়ে মাথায় আঘাত পেলেন তিনি। তার পর দ্রুত সেখান থেকে সরে পড়লেন তরুণ।
ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। কিন্তু রিল বানাতে গিয়ে তরুণ যে দুর্ঘটনার কবলে পড়েছেন তা জানা গিয়েছে। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর কটাক্ষের শিকার হয়েছেন ওই তরুণ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘রিল বানানোর জন্য এ ভাবে জীবনের ঝুঁকি নেওয়ার প্রয়োজন ছিল না। তরুণের বড় ক্ষতিও হতে পারত।’’