Viral Video

‘শত্রু’কে দেখে তেড়ে গেল বিশাল কুকুর, বিড়ালকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন তরুণ! ভিডিয়ো ভাইরাল

রাস্তার ধারে বাড়ি এক তরুণের। বাড়ির সদর দরজা খুলে সেখানে দাঁড়িয়েছিলেন তিনি। তরুণের একটি পোষ্য কুকুরও রয়েছে। বাড়ির ভিতরেই ছিল তাঁর কুকুরটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৪:৩২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়ির সদর দরজা খুলে সেখানে দাঁড়িয়ে মন দিয়ে মোবাইল ঘাঁটছিলেন তরুণ। সেই সময় ফুটপাথ দিয়ে হেঁটে তরুণের সামনে এসে দাঁড়িয়ে পড়ল একটি বিড়াল। তরুণ সেই বিড়ালটিকে লক্ষ না করলেও অন্দরমহল থেকে তাকে দেখে ফেলেছিল তরুণের পোষ্য কুকুর। বাড়ির ভিতর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে এল কুকুরটি। তরুণের পায়ে ধাক্কা দিয়ে কুকুরটি বেরিয়ে পড়েছিল ফুটপাথে। সঙ্গে সঙ্গে বিড়ালের দিকে নজর পড়ে তরুণের। ব্যাপারখানা বুঝে দেরি না করে পোষ্যের উপর ঝাঁপিয়ে রাস্তায় শুয়ে পড়লেন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মোমোস.ইউএসএ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তার ধারে বাড়ি এক তরুণের। বাড়ির সদর দরজা খুলে সেখানে দাঁড়িয়েছিলেন তিনি। তরুণের একটি পোষ্য কুকুরও রয়েছে। বাড়ির ভিতরেই ছিল তাঁর কুকুরটি। তরুণ যখন দরজার সামনে দাঁড়িয়ে ফোন ঘাঁটছেন, তখন তাঁর সামনে এসে দাঁড়িয়ে পড়ে একটি বিড়াল।

‘শত্রু’কে দেখে আর তর সয়নি পোষ্য কুকুরের। তরুণকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে বিড়ালটিকে আক্রমণ করতে উদ্যত হয় সে। পরিস্থিতি বেগতিক দেখে পোষ্যের উপর ঝাঁপিয়ে পড়েন তরুণ। কুকুরটিও মালিকের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তরুণ নাছোড়বান্দা। বিড়ালটিকে বাঁচাতে তিনি কুকুরটিকে জড়িয়ে ধরে রাস্তায় শুয়ে পড়েন। তার পর পোষ্যকে কোলে তুলে ঘরের ভিতর চলে যান তিনি। বিড়ালটিও সুযোগ বুঝে সেখান থেকে লেজ গুটিয়ে অন্য দিকে পালিয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement