ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
চারদিকে ঘুটঘুটে অন্ধকার। জলাশয়ের ধারে দাঁড়িয়ে ছিল একটি বিড়াল। দূর থেকে তা লক্ষ করে বিড়ালটির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল একটি অ্যালিগেটর। একেবারে বিড়ালের সামনে এসে থেমে গেল সে। কিন্তু শিকারের কোনও নামগন্ধ নেই তার। বরং অ্যালিগেটরকে দেখে তার ঘাড়ের উপর চেপে বসল বিড়ালটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘জেমোইমিডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ঘুটঘুটে অন্ধকারে জলাশয়ে ঘাপটি মেরে পারের দিকে এগিয়ে যাচ্ছিল একটি অ্যালিগেটর। জলাশয়ের ধারে দাঁড়িয়ে ছিল একটি বিড়াল। বিড়ালের সামনে গিয়ে থেমে গেল অ্যালিগেটরটি।
অ্যালিগেটরকে দেখে মুখ নীচু করে ফেলল বিড়ালটি। তার পর গুটি গুটি পায়ে অ্যালিগেটরের দিকে এগিয়ে যেতে থাকল সে। অ্যালিগেটরের মাথার উপর দিয়ে হেঁটে গিয়ে সোজা তার ঘাড়ের উপর দাঁড়িয়ে পড়ল বিড়ালটি। অ্যালিগেটরটিও ওই বিড়ালটিকে ঘাড়ে চাপিয়ে অন্য দিকে সাঁতার কেটে চলে গেল। মজার এই ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বিড়ালটি এমন ভাবে অ্যালিগেটরের ঘাড়ে চড়ে বসল যেন সে তার সারথি। হিংস্র সরীসৃপকেও বশ মানিয়ে নিল বিড়াল।’’