ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ঝড়বৃষ্টি যা-ই হয়ে যাক না কেন, বিয়ের তারিখে কোনও পরিবর্তন হবে না। ১০ বছরের প্রেম পরিণতি পেতে চলেছে যুগলের। সেখানে কোনও বাধা মানতে রাজি ছিলেন না তাঁরা। তাই সারা শহর ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়ে পড়লেও তাঁরা সেই পরিস্থিতিতেই বিয়ে সারলেন। ভারী বৃষ্টির ফলে সারা শহর জলমগ্ন। এমনকি, গির্জার ভিতরেও জল ঢুকে গিয়েছে।
বিয়ের সাদা গাউন পরে প্রায় হাঁটুজলে দাঁড়িয়ে প্রেমিকের সঙ্গে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দিলেন তরুণী। জলমগ্ন গির্জায় চার হাত এক হল তাঁদের। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘হিরাম হুরতাদো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলমগ্ন গির্জায় প্রায় হাঁটুজলে বিয়ের পোশাকে দাঁড়িয়ে রয়েছেন পাত্র-পাত্রী। হাতে হাত রেখে, একে অপরের দিকে একদৃষ্টে তাকিয়ে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি গ্রহণ করছেন তাঁরা। বিয়ে সম্পন্ন হলে একে অপরের ঠোঁটে চুমু এঁকে দিলেন নবদম্পতি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি মঙ্গলবার ফিলিপিন্সের বুলাকান প্রদেশের মালোলোস শহরের এক গির্জায় ঘটেছে। তরুণীর নাম জামাইকা আগুইলার। পাত্রের নাম জেড রিক ভারডিলো। ১০ বছর ধরে জামাইকার সঙ্গে সম্পর্কে রয়েছেন জেড। মঙ্গলবার তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় ঘূর্ণিঝড় উইফা আছড়ে পড়ে ফিলিপিন্সে। অতি ভারী বৃষ্টির ফলে সারা শহর জলে ভেসে যায়। এমনকি, যে গির্জায় তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল সেখানেও জল ঢুকে যায়।
পরিস্থিতি যতই বিরোধিতা করুক, বিয়ের দিনক্ষণ পরিবর্তন করতে রাজি ছিলেন না পাত্র-পাত্রী। সে দিনই বিয়ে করতে চেয়েছিলেন তাঁরা। তাই বৃষ্টি মাথায় নিয়ে অতিথিরা কোনও ক্রমে জল পেরিয়ে গির্জায় উপস্থিত হন। তাঁদের কারও পায়ে হাওয়াই চটি, কেউ আবার সেই জলে দাঁড়িয়েই নবদম্পতিকে আশীর্বাদ করছেন। শিশুরা জলের মধ্যে দাঁড়াবে না বলে গির্জার বেঞ্চের উপর দাঁড়িয়ে পড়েছে। তবে সাজগোজে খামতি রাখেননি যুগল। তাঁরা বিয়ের পোশাকেই হাজির ছিলেন। জলমগ্ন গির্জায় দাঁড়িয়েই বিয়ে সারেন তাঁরা।