ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গাছের ডালে চড়ে দাঁড়িয়ে রয়েছে জাগুয়ার। শিকারের প্রাণবায়ু বার করতে ব্যস্ত সে। একটি বাচ্চা কুমিরের ঘাড়ে কামড় বসিয়ে দিয়েছে সেই হিংস্র শ্বাপদ। তা দেখতেই গাছের সামনে ভিড় জমিয়ে রয়েছেন পর্যটকেরা। জঙ্গলে সাফারি করতে গিয়ে এই দৃশ্য তাঁদের ক্যামেরায় ধরা পড়েছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘সোরাইয়া_কোজ়ারিন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাচ্চা কুমিরের ঘাড়ে কামড় বসিয়ে গাছের ডালে দাঁড়িয়ে রয়েছে এক জাগুয়ার। সদ্য জলাশয় থেকে কুমিরটিকে শিকার করেছে সে। কিন্তু জলের শিকারির প্রাণবায়ু না বেরোনো পর্যন্ত মন শান্ত হচ্ছে না জাগুয়ারের।
তাই ঘাড়ে আরও জোরে কামড় দিয়ে ধৈর্য ধরে থাকল জাগুয়ারটি। কুমিরটি একেবারে নড়াচড়া করা বন্ধ করে দিলে তাকে নিয়ে গাছের ডাল থেকে নামার প্রস্তুতি নিতে শুরু করল জাগুয়ার। কিন্তু এত ভারী শিকার নিয়ে গাছের ডাল থেকে নামাও কঠিন কাজ। কয়েক বার টাল সামলাতে না পেরে পিছলে যাচ্ছিল সে। তার পর আবার দাঁড়িয়ে পড়ে কুমিরটিকে মুখে নিয়ে ধীরে ধীরে গাছের ডাল থেকে নেমে পড়ল সে। তার পর শিকার নিয়ে গভীর জঙ্গলে চলে গেল সেই জাগুয়ার।