Viral Video

ব্রিজের তলা দিয়ে যেতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, ডবল ডেকার বাসের ছাদ গেল ভেঙে, আহত অন্তত ১৫, ভিডিয়ো ভাইরাল

উচ্চতা বেশি থাকায় সেই ব্রিজের তলা দিয়ে ডবল ডেকার বাস যেতে পারে না। তবে ওই বাসের চালক পূর্বনির্ধারিত পথ ধরে না গিয়ে বার্টন লেনের রাস্তা ধরেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৭:০৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পূর্বনির্ধারিত পথ দিয়ে না গিয়ে অন্য রাস্তায় বাস চালিয়ে নিয়ে যাচ্ছিলেন চালক। গন্তব্য এক থাকলেও চালকের পছন্দ করা পথ সঠিক ছিল না। একটি ব্রিজের তলা দিয়ে দ্রুত গতিতে বাস চালিয়ে নিয়ে যেতেই ঘটে যায় ভয়ানক দুর্ঘটনা। ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ডবল ডেকার বাসটির ছাদ ভেঙে যায়। দোতলায় বসে থাকা যাত্রীরা ভয়ে বাসের মধ্যে নীচু হয়ে শুয়ে পড়েন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘অ্যাকিন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ডবল ডেকার বাস দ্রুত গতিতে একটি ব্রিজের তলা দিয়ে ছুটে চলেছে।

মুহূর্তের মধ্যে ঘটে গেল বিপদ। রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় যে দৃশ্য বন্দি হয়েছে, সেখানে দেখা গিয়েছে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ডবল ডেকার বাসের ছাদ ভেঙে গিয়ে রাস্তায় পড়ে যায়। এমনকি, বাসের সামনের দিকটিও ভেঙে যায়।

Advertisement

বাসের উপরে যে যাত্রীরা বসেছিলেন, তাঁরা সকলে মাথা নীচু করে বাসের মধ্যে শুয়ে পড়েন। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি স্থানীয় সময় অনুযায়ী সোমবার দুপুর ৩টে নাগাদ ব্রিটেনের ম্যাঞ্চেস্টারে সালফোর্ড এলাকায় বার্টন লেনে ঘটেছে। সেই রাস্তায় একটি নীচু ব্রিজ ছিল। উচ্চতা বেশি থাকায় সেই ব্রিজের তলা দিয়ে ডবল ডেকার বাস যেতে পারে না। তবে ওই বাসের চালক পূর্বনির্ধারিত পথ ধরে না গিয়ে বার্টন লেনের রাস্তা ধরেছিলেন। ব্রিজের তলা দিয়ে যাওয়ার সময় বাসের সঙ্গে ধাক্কা লাগে।

বাস না থামিয়ে ওই চালক বাস চালিয়ে এগিয়ে যান। তার ফলে বাসের সামনের অংশ ভেঙে যাওয়ার পাশাপাশি বাসটির ছাদও ভেঙে পড়ে যায়। গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তিন জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তাঁরা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বাসের চালককেও গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement