ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দোকানের সামনে বহু ক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে একটি সিগাল। খিদেতে পেটে ইঁদুর দৌড়চ্ছে তার। দোকানে ঢুকে খাবার চুরি করবে কি না, যেন তা নিয়েই গভীর ভাবনাচিন্তা করছিল পাখিটি। শেষ পর্যন্ত তার মন ‘চুরি’তে সম্মতি জানাল। দোকানের দরজা খোলা পেয়ে মুহূর্তের মধ্যে সেখানে ঢুকে পড়ল সিগাল। কয়েক সেকেন্ডের মধ্যে একটি চিপ্সের প্যাকেট নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সিগাল সুপারস্টোরের সামনের ফুটপাথে দাঁড়িয়ে রয়েছে। কিছু ক্ষণ পর দৌড়ে দৌড়ে দোকানের ভিতর ঢুকে পড়ল সে। কয়েক সেকেন্ডের মধ্যে মুখে একটি চিপ্সের প্যাকেট নিয়ে বাইরে বেরিয়ে পড়ল সিগালটি।
তার চোখেমুখে তখন ফুটে উঠেছে বীরত্বের ছাপ। দোকান থেকে খাবার ‘চুরি’ করে বুক ফুলে গিয়েছে তার। চিপ্সের প্যাকেট নিয়ে আর অন্য কোনও দিকে যায়নি সে। দোকানের সামনেই প্যাকেট খুলে চিপ্স খেতে শুরু করল সিগালটি। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘যে দোকান থেকে চুরি করেছে, সেই দোকানের সামনেই ভোজ সারা।’’