Viral Video

মাঝপথে ৪০ মিনিট দাঁড়িয়ে ট্রেন! সন্দেহ হতে কেবিন থেকে মদ্যপ গার্ডকে উদ্ধার রেলযাত্রীদের, ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিতর্ক

প্রায় ৪০ মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ট্রেন। সন্দেহ হওয়ায় ট্রেন থেকে নেমে রেল গার্ডের কেবিনের দিকে গেলেন কয়েক জন যাত্রী। গার্ডের অবস্থা দেখে তাঁদের চক্ষু চড়কগাছ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৮:৫৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দিল্লি স্টেশন থেকে ছাড়ার পর সময় মেনেই ছুটছিল ট্রেন। হঠাৎ মাঝপথে অচেনা জায়গায় থেমে যায় ট্রেনটি। অন্য ট্রেনকে পথ ছেড়ে দেওয়ার জন্য প্রায়শই এই জিনিস দেখা যায়। কিন্তু কোনও ট্রেনই তো পাশ কাটিয়ে গেল না। অন্য দিকে, ট্রেনটিও প্রায় ৪০ মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়ে। সন্দেহ হওয়ায় ট্রেন থেকে নেমে গার্ডের কেবিনের দিকে গেলেন কয়েক জন যাত্রী।

Advertisement

গার্ডের অবস্থা দেখে তাঁদের চক্ষু চড়কগাছ। মাটিতে লুটিয়ে পড়েছেন তিনি। চোখ ঢুলুঢুলু। কথাও জড়িয়ে যাচ্ছে তাঁর। কেবিনের ভিতর থেকে মদ্যপ অবস্থায় গার্ডকে উদ্ধার করলেন যাত্রীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লি-সহারনপুর প্যাসেঞ্জার ট্রেনটি সঠিক সময়ে দিল্লি স্টেশন ছেড়ে রওনা দিয়েছিল। উত্তরপ্রদেশের শামলী স্টেশন গন্তব্য ছিল তার। কিন্তু উত্তরপ্রদেশের বাগপতের কাছে অলাওয়ালপুর এলাকায় দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। প্রায় ৪০ মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকে ট্রেনটি। সন্দেহ হওয়ায় গার্ডের কেবিনে দিকে যান কয়েক জন যাত্রী।

Advertisement

রেলযাত্রীদের অভিযোগ, কেবিন থেকে মদ্যপ অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁকে। কেবিনের মেঝেতে নেশাগ্রস্ত হয়ে শুয়েছিলেন তিনি। এমনকি, কেবিনের ভিতর থেকে মদের বোতলও উদ্ধার করা হয়েছে। রেল কর্তৃপক্ষকে জানানো হলে তাঁরা দ্রুত তদন্ত শুরু করবেন বলে জানান। দোষী প্রমাণিত হলে ওই গার্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement