Viral Video

ব্যান্ড বাজিয়ে প্রেমিকার ঘুম ভাঙিয়ে বিয়ের প্রস্তাব! প্রেমিকের কাণ্ড দেখে কেঁদে আকুল তরুণী, ভিডিয়ো ভাইরাল

তরুণী ভেবেছিলেন, তাঁর প্রেমিক নেহাত মজার ছলে ব্যান্ড পার্টি ডেকে তাঁর ঘুম ভাঙিয়েছেন। কিন্তু তাঁর প্রেমিক হঠাৎ হাঁটু মুড়ে বসতেই আসল ‘সারপ্রাইজ়’ টের পেলেন তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১০:৩৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কম্বল মুড়ি দিয়ে বিছানায় ঘুমোচ্ছিলেন তরুণী। গভীর ঘুমে একেবারে কাদা তিনি। হঠাৎ জোর শব্দে ঘুম ভেঙে চমকে উঠলেন তিনি। তাঁর ঘরে ব্যান্ড পার্টির লোকেরা ঢুকে বাজনা বাজাচ্ছেন। তরুণীর প্রেমিকও রয়েছেন সঙ্গে। কিন্তু তিনি দাঁড়িয়ে রয়েছেন ঘরের অন্য দিকে। তরুণী ভেবেছিলেন, ব্যান্ড পার্টি নিয়ে এসে হয়তো তাঁর ঘুম ভাঙানোর চেষ্টা করছিলেন তাঁর প্রেমিক। কিন্তু চমক তখনও বাকি। তরুণীর সামনে হাঁটু মুড়ে বসে পড়লেন তরুণ। এক হাতে হিরের আংটি নিয়ে তরুণীকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি। ‘সারপ্রাইজ়’ পেয়ে অঝোরে কেঁদে ফেললেন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘নেহাজৈন৯৭’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন। সকাল সকাল তাঁর বাড়িতে ব্যান্ড পার্টি নিয়ে হাজির হলেন তরুণীর প্রেমিক। তরুণীর ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলেন তিনি। ব্যান্ড পার্টির লোকেরাও জোরে জোরে বাজনা বাজাতে শুরু করলেন। বাজনার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল তরুণীর।

প্রেমিকের কাণ্ড দেখে হাসতে থাকলেন তিনি। তরুণী ভেবেছিলেন, তাঁর প্রেমিক নেহাত মজার ছলে ব্যান্ড পার্টি ডেকে তাঁর ঘুম ভাঙিয়েছেন। কিন্তু তাঁর প্রেমিক হঠাৎ হাঁটু মুড়ে বসতেই আসল ‘সারপ্রাইজ়’ টের পেলেন তরুণী। হিরের আংটি দিয়ে তরুণীকে বিয়ের প্রস্তাব দিলেন তাঁর প্রেমিক। তা দেখে অঝোরে কাঁদতে শুরু করে দিলেন তরুণী।

Advertisement

এই ঘটনাটি দিল্লিতে ঘটেছে। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কী মিষ্টি ভিডিয়ো! বিলাসবহুল ভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার চেয়ে এমনই ভাল। আপনাদের আগামী জীবন আলোয় আলোয় ভরে উঠুক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement