ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বর্ষবরণের রাতে পার্টি করে গাড়ি চালিয়ে ফিরছিলেন তরুণের দল। সকলেই ছিলেন তূরীয় মেজাজে। গাড়িটি ট্রাফিক সিগনালে থামলে গাড়ি থেকে নেমে পড়েন তরুণেরা। কেউ কেউ গাড়ির ছাদে চড়ে বসেন, কেউ আবার গাড়ির বনেটের উপর উঠে দাঁড়িয়ে পড়েন। মাঝরাস্তায় গাড়ির উপর উঠে জামা খুলে নাচ করতে থাকেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ভ্লগবাইক্রাতি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ছাদে উঠে নাচানাচি করছে তরুণের দল। দুই তরুণ গাড়ির ছাদে উঠে এবং এক জন গাড়ির বনেটে উঠে নাচ করছেন। গাড়ির চালক দরজা খুলে সেখানেই দাঁড়িয়ে গাড়ি ধরে দোলাচ্ছেন।
পিছনের জানলা দিয়ে অর্ধেক শরীর বাইরে বার করে নাচ করছিলেন আর এক তরুণ। টাল সামলাতে না পেরে নাচ করতে করতে গাড়ির ছাদেই বসে পড়লেন এক তরুণ। কখনও তাঁরা রাস্তায় নেমে নাচ করছেন, কখনও হঠাৎ করেই গাড়ির উপর উঠে পড়ছেন। তার পর জামা খুলে ফেলে নাচতে আরম্ভ করলেন কয়েক জন। এই ঘটনাটি নয়ডায় বর্ষবরণের রাতে ঘটেছে। এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় এই দৃশ্যটি বন্দি হয়েছে। জানা গিয়েছে, তরুণদের এই আচরণ কর্তৃপক্ষের নজরে পড়তে ৬৭ হাজার টাকার জরিমানা ধার্য করা হয়েছে।