ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গাড়িতে তিলধারণের জায়গা নেই। তবুও এক জনের কোলে আর এক জন বসে পড়ছে। কেউ কেউ আবার হামাগুড়ি দিয়ে শুয়েও পড়েছে। এই দমবন্ধ করা পরিস্থিতিতে স্কুলে যাচ্ছে শিশুরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ছড়িয়ে পড়তে বিতর্ক শুরু হয়েছে।
‘মণীশ আরজে’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি এসইউভির মধ্যে গাদাগাদি করে উঠে পড়েছে স্কুলপড়ুয়ারা। এই পরিস্থিতি দেখে গাড়িটিকে অনুসরণ করতে শুরু করেন এক তরুণ। গাড়িটি একটি স্কুলের সামনে গিয়ে থামে। দরজা খুলতেই শিশুরা হুড়মুড় করে বেরোতে শুরু করে। আবার এত চাপাচাপি করে বসার কারণে কেউ কেউ আবার বেরোতেই পারছে না।
এই ঘটনাটি উত্তরপ্রদেশের কুশিনগর জেলায় ঘটেছে। তরুণের দাবি, সেখানে স্কুলের গাড়ির সংখ্যা খুবই কম। তাই একটি গাড়ির ভিতর ৩০-৩৫ জন শিশু চাপাচাপি করে বসে স্কুল যায়। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও এই বিষয়ে সতর্ক হতে অনুরোধ করেছেন তরুণ। ভিডিয়োটি দেখে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাচ্চারা এত চাপাচাপি করে গাড়িতে বসলে সেখানেই তো শরীর খারাপ হয়ে যেতে পারে। এর দায় তা হলে কার উপর বর্তাবে? খুবই বিপজ্জনক। স্কুল কর্তৃপক্ষের তরফে অবিলম্বে আরও গাড়ির ব্যবস্থা করা প্রয়োজন।’’