Viral Video

কোটি টাকার ফ্ল্যাটের সামনে ‘সমুদ্র’! বৃষ্টির জলে ভাসছে লাখ টাকার গাড়ি, গুরুগ্রামের ভিডিয়ো ভাইরাল

বৃষ্টির ফলে রাস্তায় প্রচুর জল জমে রয়েছে। জলমগ্ন রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন এক ব্যক্তি। তাঁর গাড়ির সামনে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে অন্য একটি গাড়ি। জলের তোড়ে গাড়িটি যেন অর্ধেক ডুবে রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৪:১০
Share:

—প্রতীকী ছবি।

কোটি কোটি টাকা খরচ করে বিলাসবহুল ফ্ল্যাট কেনা, লক্ষ লক্ষ টাকা খরচ করে গাড়ি কেনা— এ সব করে কী লাভ? টানা আধ ঘণ্টার বৃষ্টিতে ফ্ল্যাটের সামনে এমন জল জমে গিয়েছে যে, এক নজরে দেখে মনে হচ্ছে রাস্তায় স্থান পেয়েছে সমুদ্র। সেই জল পার করে ফ্ল্যাটে দামি গাড়ি চালিয়ে ঢুকছেন সেখানকার এক বাসিন্দা। গাড়ির সামনে বসে জলমগ্ন রাস্তার ভিডিয়ো করছিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘অরুণ মাথুরিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বৃষ্টির ফলে রাস্তায় প্রচুর জল জমে রয়েছে। জলমগ্ন রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন এক ব্যক্তি। তাঁর গাড়ির সামনে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে অন্য একটি গাড়ি।

কিন্তু এক নজরে দেখে মনে হচ্ছে যে, জলের তোড়ে গাড়িটি অর্ধেক ডুবে রয়েছে। জলের উপর গাড়ির ছাদটুকু কোনও রকম ভাবে দেখা যাচ্ছে। এই ঘটনাটি গুরুগ্রামে ঘটেছে। একটানা আধ ঘণ্টা বৃষ্টির ফলে রাস্তার এই পরিস্থিতি হয়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তে আশঙ্কা প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘১০ কোটি টাকার ফ্ল্যাট বিক্রি হয়ে যাচ্ছে। অথচ নিকাশি ব্যবস্থা ভাল নয়। সামান্য বৃষ্টিতে এত জল জমে যায়। স্থানীয়েরা প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement