Odisha

গ্রামবাসীদের কাঁধে বর, পিছলে পড়ার জোগাড় নববধূর! সদ্য বিয়ের পর কাদার ‘সমুদ্র’ পেরিয়ে শ্বশুরবাড়ি পৌঁছোলেন নবদম্পতি

মন্দিরে বিয়ে সেরে সেখান থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন নববধূ। কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা কোথায়? এ যে পুরোই কাদা! লাল বেনারসি পরে কাদায় প্রায় পিছলে পড়ে যাচ্ছিলেন তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১২:৪৫
Share:

ছবি: সংগৃহীত।

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তরুণ-তরুণী। দু’জনের পরনে বিয়ের পোশাক। কিন্তু কোনও সাজ সাজ রব নেই। অতিথিদের ভিড় নেই। নেই কোনও রকম আড়ম্বর। বিয়ের সাজে ‘কাদার সমুদ্র’ পাড়ি দিচ্ছেন নবদম্পতি।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার এই ঘটনাটি ওড়িশার ভদ্রক জেলার একটি গ্রামে ঘটেছে। মন্দিরে বিয়ে সেরে সেখান থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন নববধূ। কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা কোথায়? এ যে পুরোই কাদা!

লাল বেনারসি পরে কাদায় প্রায় পিছলে পড়ে যাচ্ছিলেন তরুণী। অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে। তরুণীর মাথায় ছাতা ধরে রয়েছেন এক মহিলা। তিনিই কোনও ভাবে তরুণীকে সামলালেন। কাদা থেকে উঠে আবার সাবধানে হাঁটতে শুরু করলেন তিনি। অন্য দিকে, স্ত্রীর সামনে একই রাস্তা দিয়ে যাচ্ছেন বরও।

Advertisement

নতুন বরকে যেন কাদাভরা রাস্তায় পা না দিতে হয়, তাই তরুণকে কাঁধে তুলে নিলেন কয়েক জন গ্রামবাসী। পালকি ভেবে তা বলে দুধের স্বাদ এ ভাবে ঘোলে মেটানো! বিয়ে করে ফিরছেন নবদম্পতি। অথচ তাঁদের পরিবারের লোকজন ছাড়া আর কেউ নেই। তিন কিলোমিটার রাস্তা এ ভাবেই কাদা পেরিয়ে যেতে হল তাঁদের। জীবনের শুভ দিনে এই মুহূর্তগুলিই স্মৃতিবন্দি করলেন নবদম্পতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement