Viral Video

রাতের মেট্রোয় মহিলাদের কামরায় উঠে পড়লেন তরুণের দল, বারণ না শুনে ফিরে এলেন আবার, দিল্লির ভিডিয়ো ভাইরাল

রাত ১১টার মেট্রোয় মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় উঠেছিলেন এক তরুণী। কিছু ক্ষণ পর একদল তরুণ সেই কামরায় ঢুকে পড়েন। কামরায় উপস্থিত অন্য মহিলারা আপত্তি জানালে তরুণেরা অন্য কামরায় চলে যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৮:২৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কাজ সেরে রাতের মেট্রো ধরে বাড়ি ফিরছিলেন তরুণী। নিরাপত্তার জন্য মেট্রোর মহিলা কামরায় উঠেছিলেন তিনি। কিন্তু মহিলাদের জন্য সেই কামরা সংরক্ষিত হলেও সেখানে উঠে পড়েন একদল তরুণ। বারণ করা হলে তাঁরা সেই কামরা থেকে চলে যান। আবার কিছু ক্ষণ পর সেই কামরায় ফিরে আসেন তাঁরা। সম্প্রতি এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘নেগি.অদিতি_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মেট্রোর প্রায় ফাঁকা কামরায় ছড়িয়ে-ছিটিয়ে বসে রয়েছেন কয়েক জন তরুণ। কেউ কেউ আবার দাঁড়িয়েও রয়েছেন। অথচ সেটি একটি মহিলা কামরা। দিন কয়েক আগে দিল্লির মেট্রোয় এই ঘটনাটি ঘটেছে। রাত ১১টার মেট্রোয় মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় উঠেছিলেন এক তরুণী।

কিছু ক্ষণ পর একদল তরুণ সেই কামরায় ঢুকে পড়েন। কামরায় উপস্থিত অন্য মহিলারা আপত্তি জানালে তরুণেরা অন্য কামরায় চলে যান। কিন্তু বারণ করা সত্ত্বেও আবার মহিলা কামরায় ফিরে আসেন তাঁরা। তার পর ফাঁকা আসন দেখে সেখানেই বসে পড়েন কয়েক জন তরুণ।

Advertisement

ভিডিয়োটি দেখে ক্ষোভপ্রকাশ করেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় পুরুষেরা উঠছেন কী ভাবে? রাতে তো মেট্রো ফাঁকাই থাকে। তাঁদের কামরাতেই তো বসতে পারতেন।’’ আবার এক জন লিখেছেন, ‘‘তরুণদের বিরুদ্ধে অভিযোগ জানানো উচিত ছিল আপনার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement