ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মদের দোকানের সামনে গরাদ দেওয়া জানলা। গরাদের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে টাকা দিলে তবেই মদের বোতল পাওয়া যায়। টাকা দেওয়ার পর মদের বোতল নেওয়ার উত্তেজনায় গরাদের ফাঁকে মাথা গলিয়ে ফেলেন এক ব্যক্তি। তার পর হাজারো চেষ্টা করেও মাথা বার করতে পারছিলেন না তিনি। জানলার গরাদের ফাঁকে মাথা আটকে গিয়েছে তাঁর। এক হাতে মদের বোতল ধরা। প্রাণপণে মাথা বার করার চেষ্টা করে যাচ্ছেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মনপ্রীত কৌর মন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ব্যক্তির মাথা জানলার গরাদের ফাঁকে আটকে গিয়েছে। তাঁর এক হাতে মদের বোতল। প্রাণপণে মাথা বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁকে ঘিরে আশপাশে লোকজনও দাঁড়িয়ে পড়েছেন।
অনেকেই ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই সফল হচ্ছেন না তাঁরা। অবশেষে শত চেষ্টার পর নিজে থেকেই গরাদের ফাঁক থেকে মাথা বার করলেন ওই ব্যক্তি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি।
তবে ওই ব্যক্তি কোনও দোকান থেকে মদ কিনতে গিয়ে এই বিপদে পড়েছিলেন বলে জানা গিয়েছে। সেই জানলার ফাঁকে মাথা গলিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু মাথা গলে গেলেও পরে আর বার করতে পারছিলেন না তিনি। মদের বোতল কিনতে গিয়ে এমন ঘোর বিপদে পড়েন তিনি। পরে নিজেই নিজেকে বিপদ থেকে রক্ষা করেন ওই ব্যক্তি।