ছবি: ইনস্টাগ্রাম।
কয়েক লক্ষ টাকার সোনা, তিন কেজি রুপো, পেট্রল পাম্প, ২১০ বিঘা জমি! সব মিলিয়ে কনের পরিবারের তরফে প্রায় ১৬ কোটির ‘উপহার’ পেলেন এক পাত্র। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। বরকে দেওয়া উপহারের পরিমাণ দেখে চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়ের আসরে পাত্রের হাতে ‘উপহার’ তুলে দিচ্ছেন কনের বাড়ির সদস্যেরা। পাত্রের পাশেই বসে রয়েছেন পাত্রী। তাঁদের সামনে রাখা রয়েছে তিনটি স্যুটকেস, বাক্সপ্যাঁটরা এবং অনেক কাগজপত্র। বরকে উপহার হিসাবে কী কী দেওয়া হচ্ছে, তা মাইকে ঘোষণা করছেন এক জন। সেই ঘোষণা থেকে জানা যায়, পাত্রীর বাড়ি থেকে বহুমূল্যের সোনা, তিন কেজি রুপো, পেট্রল পাম্প, ২১০ বিঘা জমি পেয়েছেন ওই পাত্র। ওই উপহারের মোট মূল্য ১৫.৬৫ কোটি টাকা। ঘোষণার পর বিয়েতে উপস্থিত পরিবার-পরিজনকে হাততালি দিতে দেখা গিয়েছে। খুশিতে গদগদ হতে দেখা গিয়েছে পাত্রকেও। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এসআর_সোনু_আজমের’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ১৯ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হইচই পড়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন নিন্দাতেও সরব হয়েছেন অনেকে। নেটাগরিকদের একাংশের দাবি, উপহারের নামে পণ নিচ্ছেন পাত্রপক্ষ। এক জন লিখেছেন, ‘‘এখনও দেশের বিভিন্ন জায়গায় উপহারের নামে এ ভাবে পণ নেওয়া হয়। নিন্দনীয়।’’