ছবি: ইনস্টাগ্রাম।
প্রকাশ্যে রাস্তার উপর ভয়ঙ্কর ‘লড়াই’ দুই সাপের! মারামারি করতে করতে একে অপরকে পেঁচিয়ে ফেলল তারা। থমকে গেল যানবাহন। তবে তখনই এক কাণ্ড ঘটিয়ে বসলেন জনা কয়েক যুবক। একটি সাদা তোয়ালে চাপা দিয়ে দিলেন দুই সাপের মাথায়। আর তার পরেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। সেই ঘটনার ভয় ধরানো একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ব্যস্ত রাস্তার ধারে মারামারিতে মত্ত দু’টি সাপ। দু’টি সাপই ধূসর রঙের। একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছে তারা। ধুন্ধুমার লড়াইয়ের মাঝে নিজেদের পেঁচিয়ে ধরে তারা। কেউই কাউকে ছাড়তে রাজি নয়। সেই দৃশ্য দেখে রাস্তায় যান চলাচল থমকে যায়। অনেকে গাড়ি থেকে নেমে দৃশ্য ক্যামেরাবন্দি করতে শুরু করেন। তাঁদের মধ্যে এক জন যুবক হাতে করে একটি সাদা তোয়ালে নিয়ে আসেন। সাপ দু’টির গায়ে ফেলে দেন তোয়ালেটি। তখন অন্য এক যুবক এগিয়ে এসে আবার ওই তোয়ালে তুলে নিয়ে এ বার সাপ দু’টির মুখের উপর ফেলে দেন। সঙ্গে সঙ্গে একে অপরকে ছেড়ে দেয় সাপ দু’টি। দ্রুতবেগে চলে যায় তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘পূজা_রাংরা_অফিসিয়াল’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ২০ লক্ষের বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, অনেকেই তেমন আবার ওই যুবকদের কাণ্ড দেখে বিরক্তি প্রকাশ করেছেন। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রকৃতিকে কখনও বিরক্ত করতে নেই। এর ফল ভাল হয় না।’’