ছবি: এক্স থেকে নেওয়া।
তেড়ে এসেছিল প্রতিবেশীর পোষ্য কুকুর। চমকে গিয়ে ২০ ফুট উঁচু থেকে নীচে পড়ে গেলেন এক মহিলা। সোমবার পশ্চিম গ্রেটার নয়ডার একটি বিলাসবহুল আবাসনে চাঞ্চল্যকর সেই ঘটনা ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে আবাসন চত্বরে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন ওই মহিলা। ঠিক সেই সময়ই ওই আবাসনের অন্য এক বাসিন্দা পোষা কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। হঠাৎ মহিলার দিকে তেড়ে যায় কুকুরটি। ভয় পেয়ে ৩৭ বছর বয়সি ওই মহিলা দৌড়োতে শুরু করেন। তখনই ভারসাম্য হারিয়ে একটি ২০ ফুট উঁচু মঞ্চ থেকে পড়ে যান তিনি। গুরুতর আহত হন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, মহিলা পড়ে যাওয়ার পরেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। মেরুদণ্ডে গুরুতর চোট পেয়েছেন তিনি। অস্ত্রোপচার হয়েছে তাঁর। তিনি এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন বলেই খবর। ওই মহিলার স্বামী জানিয়েছেন, সোমবার সকাল ৯টা নাগাদ হাঁটতে বেরিয়েছিলেন তিনি। অন্য এক মহিলাও তখন পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে। আহত মহিলার চার মাসের এক কন্যাসন্তান রয়েছে বলেও জানা গিয়েছে।
মহিলার পড়ে যাওয়ার ওই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘গ্রেটার নয়ডা ওয়েস্ট’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। সমাজমাধ্যমে হইচই পড়েছে।