ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বিছানায় বসে ব্যাগ গোছাতে ব্যস্ত ছিল এক বালক। ধীরেসুস্থে সেই ব্যাগে বইপত্তর ভরছিল সে। কিন্তু মন ছিল অন্য দিকে। তার সুপ্ত প্রতিভা প্রকাশ পাচ্ছিল সেই সময়। ছেলের ঘর থেকে আওয়াজ শুনতে পেয়ে ফোনের ক্যামেরা চালু করে সে দিকেই ছুটে যান তার বাবা। আড়াল থেকে ছেলের কাণ্ড ক্যামেরাবন্দি করতে শুরু করেন তিনি। ছেলের এই রূপের সঙ্গে একেবারেই পরিচয় ছিল না তাঁর। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘_ভাংড়াএম্পায়ার_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ঘরের ভিতর বিছানায় বসে ব্যাগ গোছাচ্ছে এক বালক। আড়াল থেকে তা ভিডিয়ো করছেন সেই বালকের বাবা। আসলে, ব্যাগ গোছাতে গোছাতে গান গাইছিল বালকটি। নেহা কক্কর এবং রোহনপ্রীত সিংহের গাওয়া ‘দো গল্লা’ নামের পঞ্জাবি ভাষার একটি গান গাইছিল সে।
ছেলের গান শুনে অবাক হয়ে গিয়েছিলেন তার বাবা। তাই এই দৃশ্য আড়াল থেকে ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। গান গাইতে গাইতে ঘরের দরজার দিকে নজর পড়ে বালকের। তার বাবাকে ফোন হাতে রেকর্ড করতে দেখে ফেলে সে। গান থামিয়ে হাসতে শুরু করে ওই বালক। ভিডিয়োটি দেখে বালকের গানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লেখেন, ‘‘বালকের দারুণ প্রতিভা। কী সুন্দর গান গাইছে। শুনে মন ভরে গেল।’’ আবার এক জন নেটব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘‘আমার বাবা-মা যদি এ ভাবে আমায় গান করতে দেখতেন তা হলে বকাঝকা করতেন। মা নিশ্চয়ই বলতেন, ‘নামতা মুখস্থ বলতে পারিস না। কিন্তু গানের কথা ঠিক মনে থাকে।’’’