ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
খাঁচার ভিতর বন্দি রয়েছে একটি সিংহ। ‘বনের রাজা’ বলে কথা! তার বিনোদনের জন্যও তো কিছু আয়োজন করা প্রয়োজন। তাই খাঁচার ভিতর একটি বড় লাল বল ফেলে দিলেন দুই ব্যক্তি। বল দেখে আহ্লাদে আটখানা সিংহটি। লেজ দুলিয়ে বলটি নিয়ে খেলা শুরু করতেই থাবা বসিয়ে মুহূর্তের মধ্যে তা ফাটিয়ে দেয় সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘হোপকোরফোল্ডার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সিংহ বল নিয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। বার বার সামনের দুই পা তুলে বলটিকে গড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সে। কিন্তু বলের উপর সিংহটি মুখ দিতেই তা ফেটে যায়। তার পর সেই ফাটা বলের দিকে তাকিয়ে থাকে সিংহটি। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি।
খাঁচার ভিতর একটি বড় বল ফেলে দিয়েছিলেন দুই ব্যক্তি। নতুন জিনিস দেখে আনন্দে ফেটে পড়ে সিংহটি। খাঁচার ভিতর বলটি পড়ে যেতেই তার দিকে ছুটে যায় সে। সামনের দুই পা তুলে বলটি নিয়ে খেলা করতে শুরু করে দেয় সিংহটি। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সিংহের উত্তেজনার চোটে বলটি ফেটে যায়। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘নিজের খেলার আনন্দ নিজেই মাটি করে দিল সিংহটি।’’