ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাত থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে শহরে। বৃষ্টি মাথায় করে গাড়ি নিয়ে রাস্তায় টহল দিতে বেরিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশের গাড়ির তলায় ঘাপটি মেরে বসেছিল মস্ত বড় অজগর। সরীসৃপের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে তাড়াহুড়ো করে নেমে পড়েন পুলিশকর্মীরা। তার পর ধীরে ধীরে গাড়ির তলা থেকে মাথা বার করতে দেখা গেল অজগরটিকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি রবিবার মধ্যরাতে মধ্যপ্রদেশের মন্দসৌর জেলায় ভানপুর শহরে ঘটেছে। বৃষ্টি মাথায় মাঝরাতে শহরে গাড়ি নিয়ে টহল দিতে বেরিয়েছিল পুলিশ। আগে থেকেই গাড়ির তলায় ঘাপটি মেরে বসেছিল একটি ১২ ফুট লম্বা অজগর। গাড়ি চালানোর সময় চালক সেই অজগরের উপস্থিতি টের পান।
বিপদ বুঝে সকলে গাড়ি থেকে নেমে যান। ঠিক তখনই গাড়ির তলা থেকে অজগরটি মাথা বার করে। তার পর ধীরে ধীরে সারা শরীরটি গাড়ি থেকে বার করে রাস্তায় নেমে পড়ে সে। গাড়ি থেকে নেমে এঁকেবেঁকে রাস্তার পাশের জঙ্গলের দিকে চলে যায় অজগরটি। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘অবশেষে পুলিশও কাউকে দেখে ভয় পেল।’’