Viral Video

বর্ষায় নর্দমা থেকে উঠে এল জোড়া কুমির! ঘুরে বেড়াল রাস্তায়, মধ্যপ্রদেশের ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

মন্দির সংলগ্ন বরফের কারখানার কাছে একটি বড় নর্দমা রয়েছে। সেখান থেকে দু’টি মস্ত বড় কুমির উঠে পড়েছিল ডাঙায়। বেশ কিছু ক্ষণ এলাকার মধ্যেই ঘোরাফেরা করছিল তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১২:২৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বরফের কারখানার কাছে বর্ষার ফলে নর্দমার জল ভরে উঠেছে। সেখান থেকেই রাতের বেলা উঠে পড়ল দু’টি কুমির। নর্দমা থেকে উঠে পড়ে রাস্তায় টহল দিতে শুরু করল তারা। এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে। সেই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি। রাস্তা দিয়ে দুই সরীসৃপকে দুলকি চালে হেঁটে যেতে দেখে সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়লেন না তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি মঙ্গলবার মধ্যপ্রদেশের শিবপুরি এলাকায় ঘটেছে। শিবপুরি শহরের সিদ্ধেশ্বর মন্দির মার্গ এলাকায় বরফের একটি কারখানা রয়েছে। কারখানার কাছে একটি বড় নর্দমা রয়েছে। সেখান থেকে দু’টি মস্ত বড় কুমির উঠে পড়ল ডাঙায়। বেশ কিছু ক্ষণ এলাকার মধ্যেই ঘোরাফেরা করছিল তারা।

কুমির দু’টি দেখে স্থানীয়েরা নিজেদের গৃহবন্দি করে ফেলেন। সঙ্গে সঙ্গে বনবিভাগের কর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে দেরি না করে ঘটনাস্থলে ছুটে যান বনবিভাগের কয়েক জন কর্মী। তার পর দু’টি সরীসৃপকে উদ্ধার করে নিরাপদ জায়গায় তাদের ছেড়ে দেওয়া হয়। ভিডিয়োটি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল নেটপাড়ায়। এক জন নেটাগরিক লেখেন, ‘‘আমি ওই চালকের জায়গায় থাকলে কুমিরগুলো দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলতাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement