ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সবুজ রঙের হাতমোজা দিয়ে প্রায় পুরো হাত ঢাকা। সবুজ রঙের বিকিনির উপর সোনালি রঙের ঝিকিমিকি স্কার্ট পরে মঞ্চে গান গাইতে উঠেছিলেন আমেরিকার জনপ্রিয় গায়িকা জেনিফার লোপেজ়। কিন্তু মাইক হাতে মঞ্চের এক দিক থেকে অন্য দিকে হাঁটতে গিয়েই হল বিপদ। গায়িকার পরনের স্কার্ট গেল খুলে। কোনও রকমে হাত দিয়ে ঢেকে পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু স্কার্টটি আর তুলতে পারলেন না।
স্কার্টের তলায় সবুজ রঙের অন্তর্বাস পরেছিলেন তিনি। স্বল্প পোশাকে সে ভাবেই মঞ্চে দাঁড়িয়ে রইলেন জেনিফার। কিন্তু সাহসিকতার সঙ্গে সেই মুহূর্তে শ্রোতাদের মুখে হাসি ফোটালেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘প্যাট্রিসিজ়ন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মঞ্চে পারফর্ম করার সময় জেনিফারের পরনের স্কার্টটি হঠাৎই খুলে নীচে পড়ে গেল। এই পরিস্থিতিতে এক হাতে মাইক ধরে অন্য হাতে পা ঢেকে লজ্জা নিবারণের চেষ্টা করলেন তিনি। কিন্তু পরমুহূর্তেই হাত সরিয়ে নিলেন জেনিফার। ‘ওয়ারড্রোব ম্যালফাংশন’ হওয়ার পরেও মঞ্চের আড়ালে গেলেন না তিনি। বরং নিজের শরীরী গঠন আরও স্পষ্ট করে দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরলেন।
স্কার্টের তলায় সবুজ রঙের বিকিনি পরেছিলেন জেনিফার। মডেলদের মতো কোমর বাঁকিয়ে দাঁড়িয়ে মঞ্চে এক পাক ঘুরে নিলেন তিনি। তার পর দু’হাত ছড়িয়ে খানিকটা নাচতে নাচতে মঞ্চে উপস্থিত এক তরুণ ব্যাকগ্রাউন্ড ডান্সারের কাছে গেলেন জেনিফার। তত ক্ষণে মঞ্চ থেকে স্কার্টটি তুলে ফেলেছিলেন সেই তরুণ। জেনিফার কাছে যেতেই হাসতে হাসতে স্কার্টটি তাঁর কোমরে জড়িয়ে দিলেন তিনি। এই কাণ্ড দেখে জেনিফারও হেসে কুটিকুটি হয়ে গেলেন।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি গত শুক্রবার পোল্যান্ডের ওয়ারশয়ে ঘটেছে। সেখানে কনসার্ট করতে গিয়েছিলেন জেনিফার। মঞ্চে গাইতে উঠে পোশাক-বিভ্রাটের পরিস্থিতি যে ভাবে সামলালেন, তার জন্য জেনিফারের সাহসিকতার প্রশংসা করেছে নেটপাড়া। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘জেনিফারের ৫৬ বছর বয়স হল। এই বয়সেও নিজেকে কত ফিট রেখেছেন। কী সাহসের সঙ্গে পুরো পরিস্থিতি সামলালেন তিনি! সত্যিই প্রশংসনীয়।’’