ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বিমানে উঠে নিজেদের আসনে বসে পড়েছিলেন একদল তরুণী। বিমানের আলো নিবতেই চিৎকার করে নিজেদের মধ্যে খোশগল্প করতে শুরু করেন তাঁরা। অসুবিধা হওয়ায় এক পুরুষ সহযাত্রী তাঁদের আস্তে কথা বলার জন্য অনুরোধ করেন। তাতেই চটে যান তরুণীরা। বিমানের মধ্যে চেঁচামেচি করতে শুরু করেন তাঁরা। এমনকি, উত্তেজিত হয়ে তরুণকে মারধরও করতে শুরু করেন সকলে মিলে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিমানের ভিতর যাত্রীদের মধ্যে অশান্তি হচ্ছে। এক পুরুষ সহযাত্রীর উপর চড়াও হয়েছেন কয়েক জন তরুণী। পরিস্থিতি শান্ত করতে বিমানের কর্মী-সহ অন্য যাত্রীরা তাঁদের থামানোর চেষ্টা করে চলেছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি গত ১৫ জুলাই এয়ার এশিয়া সংস্থার একটি বিমানে ঘটেছে। কুয়ালা লুমপুর থেকে সেই বিমানটি ছেংতুর উদ্দেশে রওনা দিয়েছিল।
বিমানের ভিতর আলো নিবে যেতেই একদল তরুণী জোরে জোরে গল্প করতে শুরু করে দিয়েছিলেন। অসুবিধা হওয়ার এক পুরুষ সহযাত্রী আপত্তি জানান। তরুণীদের আস্তে কথা বলার জন্য অনুরোধ করেন তিনি। তা শুনে সেই সহযাত্রীর সঙ্গে অশান্তি শুরু হয়ে যায় তরুণীদের।
তরুণীদের দাবি, তাঁদের সঙ্গে খারাপ ভাবে কথা বলেছেন সেই তরুণ। সেই সহযাত্রীকে মারধর করতে শুরু করেন তাঁরা। বিমানের কর্মী-সহ কয়েক জন যাত্রী তাঁদের অশান্তি থামানোর চেষ্টা করেন। বিমান অবতরণের পর এই ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছেন বিমান কর্তৃপক্ষ।