—প্রতীকী ছবি।
বিয়ের পর সন্তানধারণের চেষ্টা করছিলেন দম্পতি। চার বছর ধরে বহু বার চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু তরুণী অন্তঃসত্ত্বা হতে পারছিলেন না। তরুণীর পাশাপাশি তাঁর স্বামীরও স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছিল। তাঁদের দু’জনের কোনও সমস্যা ধরা পড়েনি। তা নিয়ে খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। পরে আরও স্বাস্থ্যপরীক্ষা করানোর পর আসল কারণ ধরা পড়ে। স্বামীর বীর্যেই অ্যালার্জি রয়েছে তরুণীর। স্বাস্থ্যপরীক্ষার ফলাফলে এমনটাই ধরা পড়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৯ বছরের তরুণী লিথুয়ানিয়ার বাসিন্দা। স্বামীর সঙ্গে সেখানেই থাকেন তিনি। গত চার বছর ধরে সন্তান ধারণের চেষ্টা করছেন তরুণী। বহু বার সঙ্গমে লিপ্ত হয়েছেন। এমনকি, দু’বার আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতেও সন্তানধারণের চেষ্টা করেছেন। কিন্তু বার বার ব্যর্থ হয়েছেন তরুণী। চিকিৎসকেরাও তরুণীর এই অবস্থা দেখে কিছু বুঝতে পারছিলেন না। চিকিৎসকদের দাবি, তরুণীর বিশেষ কোনও ব্যাধি ছিল না। তবে ধুলোবালি এবং বিড়ালের লোম থেকে অ্যালার্জি হয় তরুণীর।
আরও বিশ্লেষণ করতে তরুণীর বেশ কিছু রক্তপরীক্ষা এবং ত্বকের পরীক্ষা করানো হয়। তখনই আসল রোগ ধরা পড়ে তরুণীর। চিকিৎসকেরা জানান, তরুণীর একটি বিরল রোগ রয়েছে। ক্যান এফ ৫ প্রোটিনে অ্যালার্জি রয়েছে তাঁর। বীর্যে এই প্রোটিনের উপস্থিতি লক্ষ করা যায়। তরুণী পরে জানান, স্বামীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ার পর তাঁর নাক বন্ধ হয়ে যায়। চোখে জ্বালা জ্বালা ভাব শুরু হয়।
এই লক্ষণগুলি দেখা দিলেও তেমন পাত্তা দেননি তরুণী। কিন্তু পরে চিকিৎসকদের এই ঘটনাগুলি জানালে দু’য়ে দু’য়ে চার করেন তাঁরা। আসলে, এই উপসর্গগুলি রোগেরই লক্ষণ। স্বামীর বীর্যে অ্যালার্জি ধরা পড়েছে তরুণীর। তাই তিনি সন্তানধারণ করতে পারছেন না বলে জানান চিকিৎসকেরা।