ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সদ্য জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে নববিবাহিত দম্পতির। বিয়ের কিছু ক্ষণ পরেই বৌয়ের মুখ গোমড়া। গোঁসা করে চেয়ারের উপর বসে পড়েছেন তিনি। স্ত্রীর রাগ ভাঙানোর জন্য নোটের ‘বৃষ্টি’ ঝরিয়ে চলেছেন যুবক। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘আসোএবি_স্টাইলস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, নববধূর কোলে একের পর এক নোট রেখে যাচ্ছেন সদ্যবিবাহিত যুবক। থামার নাম নেই তাঁর। তরুণীর মুখ গোমড়া। যুবক কত টাকা দিচ্ছেন সে দিকেই মন রয়েছে তরুণীর। অন্য দিকে যুবকটিও আনন্দে নাচ করতে করতে টাকা দিয়ে যাচ্ছেন তাঁর স্ত্রীকে। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে এটি এক ধরনের নিয়ম।
বিয়ের পর অতিথিদের উপস্থিতিতে নবদম্পতিকে এই নিয়ম মেনে খেলতে হয়। খেলার নিয়ম হল, নববিবাহিতাকে গোমড়া মুখে বসে থাকতে হবে। অন্য দিকে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য তাঁর স্বামীকে টাকা দিয়ে যেতে হবে। যত ক্ষণ না পর্যন্ত জীবনসঙ্গিনীর মুখে হাসির রেখা ফুটছে, তত ক্ষণ স্বামীর নিস্তার নেই। বৌ হেসে ফেললেই টাকা দেওয়া বন্ধ করে ফেলবেন তিনি। ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমের পাতায় হাসির বন্যা বয়ে গিয়েছে। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘তরুণী জেদ ধরে নিয়েছেন। বিয়ের প্রথম দিনেই স্বামীকে ফকির করে ফেলবেন তিনি।’’