Viral Video

খেলার শখ মেটাতে ঘোর বিপদ! এসইউভি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল দুই কিশোর, প্রাণ বাঁচিয়ে পালালেন পথচারীরা, ভিডিয়ো ভাইরাল

রাস্তায় দাঁড়িয়ে থাকা একের পর এক বাইককে ধাক্কা মারতে মারতে এগিয়ে যায় গাড়িটি। রাস্তায় থাকা পথচারীরা কেউ প্রাণ বাঁচাতে বাড়ির ভিতর ঢুকে যান, কেউ আবার সেখান থেকে দৌড়ে পালাতে থাকেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৭:১৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বড়দের মতো গাড়ি চালাবে তারাও। মনে মনে এই ইচ্ছা ছিল দুই কিশোরের। তাই বাবা-মাকে ফাঁকি দিয়ে গাড়ির চাবি লুকিয়ে নিয়ে এল তারা। তার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে উঠে স্টার্ট দিয়ে ফেলল। কিন্তু গাড়ি স্টার্ট দিয়ে নিজেদের বিপদ ডেকে আনল তারা। যেমন-তেমন ভাবে স্টিয়ারিং ঘুরিয়েও আর বাগে আনতে পারছিল না তাদের ‘নতুন খেলনা’।

Advertisement

রাস্তায় দাঁড় করানো একাধিক বাইকে ধাক্কা মারতে মারতে এগিয়ে গেল গাড়িটি। এমনকি, পথচারীদের দিকেও বেসামাল ভাবে এগোচ্ছিল গাড়ি। প্রাণ বাঁচাতে গাড়ির সামনে থেকে ছুটে পালান পথচারীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘দ্য নিউজ় বাস্কেট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গলি দিয়ে ছুটে যাচ্ছে। সেই সময় বাইক চালিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। গাড়িটি তাঁর দিকে ছুটে আসছে দেখে বাইক ছেড়ে উঠে সেখান থেকে সরে যান তিনি। তার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা একের পর এক বাইককে ধাক্কা মারতে মারতে এগিয়ে যায় গাড়িটি।

Advertisement

রাস্তায় থাকা পথচারীরা কেউ প্রাণ বাঁচাতে বাড়ির ভিতর ঢুকে যান, কেউ আবার সেখান থেকে দৌড়ে পালাতে থাকেন। সেই সময় রাস্তার এক বাঁকের মুখে দাঁড়িয়ে খেলাধুলা করছিল দুই কিশোর। গাড়িটি দেখে সেখান থেকে পালিয়ে যায় তারা। বাঁকের মুখে দাঁড় করানো একটি বাইকে গিয়ে ধাক্কা মেরে থেমে যায় গাড়িটি। মুহূর্তের মধ্যে সে দিকে ছুটে যান স্থানীয়েরা।

গাড়ির সামনের আসন থেকে দৌড়ে নেমে আসতে দেখা যায় এক কিশোরকে। গাড়ি থেকে নেমে কাঁদতে শুরু করে দেয় সে। এক মহিলা তাকে বুকে জড়িয়ে শান্ত করার চেষ্টা করতে থাকেন। তার কিছু ক্ষণ পর গাড়ির চালকের আসন থেকে নেমে আসে আর এক কিশোর। তাকে দেখে অবাক হয়ে যান স্থানীয়েরা। বুধবার সকাল ৮টা নাগাদ এই ঘটনাটি হরিয়ানায় ঘটেছে। জানা গিয়েছে, খেলার ছলে এসইউভি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিল দুই কিশোর। কিশোর-সহ পথচারীদের কেউ অবশ্য এই ঘটনায় আহত হননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement