Viral Video

শূন্যে পাক খেতে খেতে মাটিতে আছড়ে পড়ল হেলিকপ্টার, আহত অবস্থায় উদ্ধার পাঁচ জন, ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

হেলিকপ্টার আছড়ে পড়ার পর সেখানে ছুটে যান প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে পৌঁছে যান উদ্ধারকর্মীরাও। হেলিকপ্টারের দুই চালককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৪:২৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সমুদ্রসৈকতের কাছে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিলাসবহুল গাড়ির পাশাপাশি সেখানে হেলিকপ্টারের প্রদর্শনীও চলছিল। সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। শূন্যে পাক খেতে খেতে মাটিতে আছড়ে পড়ে হেলিকপ্টারটি। সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছোন। ৫ জনকে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ভিন্স ল্যাংম্যান’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হেলিকপ্টার শূন্যে পাক খেতে খেতে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর সোজা মাটিতে আছড়ে পড়ে সেটি। সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার বিকেলে এই ঘটনাটি ক্যালিফর্নিয়ার হান্টিংটন সমুদ্রসৈকতের কাছে ঘটেছে।

হেলিকপ্টার আছড়ে পড়ার পর সেখানে ছুটে যান প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে পৌঁছে যান উদ্ধারকর্মীরাও। হেলিকপ্টারের দুই চালককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তা ছাড়া এই দুর্ঘটনায় তিন জন পথচারীও আহত হয়েছেন। জানা গিয়েছে যে, সেই ৫ জনকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement