Viral Video

নেচে রিল বানাচ্ছেন তরুণী, প্ল্যাটফর্ম গুটখায় ভরা! বিহারের নতুন মেট্রো স্টেশনের ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক

এক সপ্তাহ না কাটতেই ঝকঝকে-তকতকে মেট্রো স্টেশনের ভোল বদল হয়ে গিয়েছে। প্ল্যাটফর্ম থেকে শুরু করে মেট্রো লাইনে পড়ে রয়েছে গুটখা-পান মশলার দাগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৩:২২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দীর্ঘ প্রতীক্ষার পর পটনায় চালু হয়েছে মেট্রো পরিষেবা। সোমবার থেকে পটনার বাসিন্দারা মেট্রোয় যাতায়াতের সুবিধা লাভ করতে পারছেন। কিন্তু এক সপ্তাহ কাটতে না কাটতেই ঝকঝকে-তকতকে মেট্রো স্টেশনের ভোলই বদল হয়ে গিয়েছে। প্ল্যাটফর্ম থেকে শুরু করে মেট্রো লাইনে পড়ে রয়েছে গুটখা-পান মশলার দাগ। শুধু তা-ই নয়, বিনোদনের খোরাকের জন্য মেট্রোয় উঠে নাচও করতে দেখা যাচ্ছে তরুণী যাত্রীদের। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ছপরা জিলা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে য‌ে, ভরা মেট্রোয় কালো রঙের স্কার্টের সঙ্গে মানানসই টপ পরে নাচ করতে ব্যস্ত এক তরুণী। মেট্রোর অন্য যাত্রীরা তরুণীর কীর্তিকলাপ দেখছেন। এক জন তরুণ আবার তরুণীর নাচের ভিডিয়ো ক্যামেরাবন্দি করছেন।

অন্য দিকে, ‘জেম্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় পটনার মেট্রো স্টেশনের পরিস্থিতি তুলে ধরতে দেখা গিয়েছে এক তরুণকে। স্টেশনের প্ল্যাটফর্ম ঘুরিয়ে দেখাচ্ছেন সেই তরুণ। সিঁড়ির ধার থেকে শুরু করে মেট্রোর লাইনেও গুটখার দাগ।

Advertisement

তরুণের দাবি, মেট্রো উদ্বোধনের পর এক সপ্তাহও পার হয়নি। তার মধ্যেই স্টেশনের এই দশা করেছেন যাত্রীরা। ভিডিয়োগুলি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়েছে। নেটাগরিকদের অধিকাংশের দাবি, এই অন্যায় কাজকর্মের জন্য যাত্রীদের কাছে জরিমানা ধার্য করা প্রয়োজন। তবেই তাঁরা উপযুক্ত শাস্তি পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement