ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দশ বছরের সম্পর্ক। এক মাস আগেই বিয়ে করেছেন। কিন্তু দু’জনের ইচ্ছা ছিল ভিন্ন। এক মাসের মাথায় আরও এক বার বিয়ে করতে চাইছিলেন বিদেশি দম্পতি। তবে ভিন্ন কায়দায়। ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু মতে বিয়ের আচার-পদ্ধতির প্রতি আগ্রহ জন্মেছিল তাঁদের। সেই শ্রদ্ধা থেকেই ভারতে এসে দ্বিতীয় বার বিয়ে করতে চেয়েছিলেন তাঁরা। সাত পাকে ঘোরা থেকে সিঁদুরদান পর্যন্ত সমস্ত নিয়মকানুন মেনেই ফের বিয়ে করলেন বিদেশি দম্পতি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘স্বাগতম কাশী’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হিন্দু মতে এক বিদেশি যুগল বিয়ে করছেন। সম্প্রতি বারাণসীর কাশীতে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সেই বিদেশি যুগলের নাম যথাক্রমে আন্তোলিয়া এবং গ্লোরিয়াস। দু’জনেই ইটালির বাসিন্দা।
দশ বছরের সম্পর্ক ছিল দু’জনের। গত মাসে বিয়ে করেছেন তাঁরা। কিন্তু বিয়ের পর মন উশখুশ করছিল দু’জনেরই। কাশীতে গিয়ে হিন্দু মতে বিয়ে করার ইচ্ছা ছিল তাঁদের। তাই বিয়ের এক মাসের মাথায় ইটালি থেকে বারাণসী ঘুরতে যান তাঁরা। ঘোরার ফাঁকে বিয়েও সেরে ফেলেন দু’জনে। সোমবার বারাণসী পৌঁছোনোর পর আর দেরি করেননি তাঁরা। মঙ্গলবারেই বিয়ে করে ফেলেন বিদেশি দম্পতি।