ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
শীতাতপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহের পাশেই রয়েছে বিরিয়ানির দোকান। হায়দরাবাদের সেই জনপ্রিয় দোকানে বিরিয়ানির পাশাপাশি চা-ও পাওয়া যায়। সেখানেই চা খেতে গিয়েছিলেন ক্রেতা। দোকানের সামনে দাঁড়িয়ে তিনি দেখলেন, সেখানে বিরিয়ানির প্যাকেট সাজানো। হঠাৎ একটি প্যাকেটের ভিতর থেকে ইঁদুর লাফিয়ে বেরিয়ে গেল। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতেই দোকানের কর্মীরা আপত্তি জানাতে শুরু করলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘রেবতী’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দোকানের তাকের মধ্যে জলের বোতলের পাশে বিরিয়ানির প্যাকেট রাখা রয়েছে। হঠাৎ বিরিয়ানির একটি প্যাকেট থেকে ইঁদুর লাফ দিয়ে বাইরে বেরিয়ে যায়। দৌড় দিয়ে আড়ালে লুকিয়ে যায় সেই ইঁদুরটি। সেই সময় দোকানে উপস্থিত ক্রেতা এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন।
সম্প্রতি এই ঘটনাটি হায়দরাবাদের জনপ্রিয় দোকানে ঘটেছে। সেই দোকানে চা খেতে গিয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হন এক ক্রেতা। ভিডিয়োটি ক্যামেরাবন্দি করতে শুরু করলে দোকানের কর্মী আপত্তি জানান। সেই কর্মী বলে ওঠেন, ‘‘ভিডিয়ো রেকর্ড করবেন না। ওই বিরিয়ানির বাক্সগুলির ভিতর কোনও খাবার ছিল না। ফাঁকা ছিল।’’
ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে নেটপাড়ায় বিতর্ক শুরু হয়েছে। দোকানের পরিচ্ছন্নতা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এক জন নেটাগরিক ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, ‘‘বিরিয়ানির প্যাকেটের ভিতর খাবার থাকবে কী ভাবে? ইঁদুর তো সব খেয়ে পালিয়েছে।’’