Viral Video

শিক্ষকই হলেন বাধ্য! স্ত্রীর ইশারায় টাকার বান্ডিল বার করে ফেললেন খান স্যর, তার পর…ভাইরাল ভিডিয়ো

স্ত্রীর সঙ্গে কথা বলার পর পকেট থেকে টাকা বার করলেন খান স্যর। হাতে নোটের বান্ডিল নিয়ে চুপচাপ সোফায় বসেছিলেন তিনি। তার পর খান স্যরের স্ত্রী হাত দিয়ে ইশারা করলে সোফা ছেড়ে উঠে পড়লেন তিনি। মঞ্চে বসে থাকা এক ব্যক্তির হাতে সেই টাকা দিয়ে আবার স্ত্রীর পাশে বসে পড়লেন খান স্যর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৭:৪৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সোফায় বসে গান শুনছিলেন নববিবাহিত দম্পতি। খ্যাতনামী ইউটিউবার তথা শিক্ষক খান স্যরের পাশে বসে রয়েছেন তাঁর সদ্যবিবাহিত স্ত্রী। তাঁদের বিয়ের অনুষ্ঠানে চলছে গানবাজনা। মঞ্চের সামনে সোফায় বসে গায়কদের গান মন দিয়ে শুনছিলেন শিক্ষক। কিন্তু স্ত্রীর ডাকে ঘোর ভাঙল তাঁর।

Advertisement

স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে পকেটে হাত দিলেন তিনি। তার পর পকেট থেকে বার করলেন নোটের মোটা বান্ডিল। কিছু ক্ষণ নোটের বান্ডিল হাতে নিয়ে সোফায় বসেছিলেন খান স্যর। তার পর স্ত্রী ইশারা করতেই সোফা ছেড়ে টাকা নিয়ে উঠে পড়লেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘দিব্যাংশু’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, স্ত্রীর সঙ্গে কথা বলার পর পকেট থেকে টাকা বার করলেন খান স্যর। হাতে নোটের বান্ডিল নিয়ে চুপচাপ সোফায় বসেছিলেন তিনি। তার পর খান স্যরের স্ত্রী হাত দিয়ে ইশারা করলে সোফা ছেড়ে উঠে পড়লেন তিনি। মঞ্চে বসে থাকা এক ব্যক্তির হাতে সেই টাকা দিয়ে আবার স্ত্রীর পাশে বসে পড়লেন খান স্যর।

Advertisement

ভিডিয়োয় নববধূর পরনে ছিল জরি ও চুমকির কাজ করার টকটকে লাল রঙের ঝলমলে লেহঙ্গা। সঙ্গে ছিল একটি সবুজ রঙের ওড়না। তার উপর আরও একটি লাল ওড়না দিয়ে মুখ ঢেকে রাখা ছিল নববধূর। লেহঙ্গার সঙ্গে মানানসই সোনার অলঙ্কার, নাকে বিশাল সাবেকি নথ, হাতভর্তি চুড়ি পরেছিলেন তিনি। অন্য দিকে, খান স্যর পরেছিলেন গাঢ় বাদামি রঙের স্যুট। সঙ্গে গোলাপি রঙের জামা আর লাল রঙের টাই।

সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন খান স্যর। ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চলাকালীনই তিনি ব্যক্তিগত অনুষ্ঠান করে বিয়ে সেরে ফেলেছেন। বিয়ের তারিখ পূর্বনির্ধারিত ছিল। ঘটনাচক্রে সেই মুহূর্তে দেশের উপর হামলা হয়। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে বিয়ের খবর প্রচার করতে চাননি তিনি। সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, খান স্যরের স্ত্রীর নাম এ এস খান। তিনি বিহারের সিওয়ানের বাসিন্দা এবং তাঁর স্বামীর মতোই উচ্চশিক্ষিত। আইএসসি বোর্ডের নামকরা স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। তবে তাঁর সঠিক শিক্ষাগত যোগ্যতা কী তা এখনও জানা যায়নি।

শিক্ষকতার অদ্ভুত কৌশলের জন্য পরিচিত খান স্যর। ছাত্রদের মধ্যে তিনি ‘খান স্যর’ নামেই বেশি পরিচিত। কখনওই নিজের নাম প্রকাশ্যে আনতে চাননি তিনি। ফলে ছাত্রেরাও তাঁর আসল নাম জানতেন না। পরে জানা যায়, খান স্যরের আসল নাম ফয়জ়ল খান। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা তিনি।

ইলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভূগোলে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর বাবা সেনাকর্তা ছিলেন। মা গৃহিণী। তাঁর এক দাদা ছিলেন সেনার কমান্ডো। জানা গিয়েছে, শৈশব থেকেই পড়াশোনায় ভাল খান স্যর। এনডিএ পরীক্ষায় পাশ করেছেন তিনি। কিন্তু নির্বাচিত হননি।

গত ২ জুন বিহারের রাজধানীর বুকে ৫০০ অতিথির উপস্থিতিতে জমকালো এক অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন খান স্যর। রাজনীতি, সিনেমা, শিক্ষা এবং প্রশাসনিক বিভাগের একাধিক তারকা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। ভিডিয়োয় সেই অনুষ্ঠানের এক ঝলক ধরা পড়েছে। মঞ্চে বসে গান করছিলেন গায়কের দল। তাঁদের ‘উপহার’স্বরূপ টাকার বান্ডিল দিচ্ছিলেন খান স্যর। তবে সবটাই স্ত্রীর নির্দেশ মেনে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তে এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বিয়ের পর দেখছি শিক্ষকই বাধ্য ছাত্রের মতো আচরণ করছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement