ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
চেয়ারে বসানোর পর সামনে রঙচঙে এক নরমসরম খাবার হাজির। উপরে আবার মোমবাতিও লাগানো। প্রথম জন্মদিন বলে কথা! এত নতুন নতুন জিনিস দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েছে খুদে। তাই কেকের উপর থেকে মোমবাতি সরাতেই তার উপর ঝাঁপিয়ে পড়ল সে। সারা মুখে, সারা শরীরে ক্রিম মাখিয়ে সে এক কাণ্ড বাঁধিয়ে ফেলল ‘বার্থডে বয়’। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি জন্মদিনের কেকের উপর মুখ ঢুকিয়ে দিয়েছে এক খুদে। হাত দিয়ে কেক চটকে ফেলে সে একাকার কাণ্ড! খালি গায়ে একটি চেয়ারের উপর বসেছিল সে। কেকটিকে নিজের বুকের কাছে নিয়ে এসে তাতেই ডুব দিয়েছে খুদে। যেন এক কামড়েই সাবাড় করে ফেলবে পুরো কেকটি।
তার ফলে হাতে, মুখে, গায়ে কেক মাখিয়ে ফেলেছে সে। সন্তানের প্রথম জন্মদিনে কেক এনেছিলেন তার বাবা-মা। সেই কেক নিয়েই এত ঘটনা। ছেলের কাণ্ড দেখে হেসে কুটিপাটি তার মা। এই দৃশ্য ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে পারলেন না তিনি। ছেলের নাকে যেন কেক ঢুকে না যায় তাই এগিয়ে গিয়ে নাকের সামনে থেকে ক্রিম মুছে ফেললেন তিনি। মায়ের হাসি দেখে খুদের মুখেও হাসি ফুটে উঠল। এমন হাবভাব যে, সে যেন দারুণ কোনও কাজ করে ফেলেছে। প্রথম জন্মদিনে চোখেমুখে বীরত্ব দেখা গেল খুদের।