ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলে গাড়ি নিয়ে সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকেরা। জঙ্গলে ঘোরার সময় হঠাৎ তাঁদের গাড়ির সামনে দিয়ে চিতাবাঘের একটি শাবক দৌড়ে গেল। রাস্তার এক ধারে একটি গোসাপ ছিল। তা দেখেই চিতাবাঘের শাবক দৌড় দিল। কিন্তু শিকার করতে গিয়ে প্রায় মারধর খাওয়ার জোগাড় শাবকের। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মালামালাগেমরিজ়ার্ভ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি চিতাবাঘের শাবক ছুটে গেল একটি গোসাপের দিকে। শিকারিকে দেখে গোসাপটি কিন্তু পালাল না। বরং চিতাবাঘের শাবককে দেখে আক্রমণ করতে শুরু করল সে।
শাবকটি যত বার শিকার করার জন্য গোসাপের দিকে মুখ বাড়াচ্ছে, তত বার লেজ দিয়ে ঝাপটা দিচ্ছে গোসাপটি। ভয় পেয়ে বারংবার পিছিয়ে যাচ্ছিল চিতাবাঘের শাবক। তবুও ধৈর্য হারিয়ে ফেলেনি সে। শিকার করার চেষ্টা চালিয়েই যাচ্ছিল সে। গোসাপটিও নিজেকে রক্ষা করতে লেজের ঝাপটা মেরে যাচ্ছিল চিতাবাঘের শাবককে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘চিতাবাঘের শাবকটিকে একেবারে নাজেহাল করে ছাড়ল গোসাপটি। এ সব ঘটনা চাক্ষুষ করা ভাগ্যের ব্যাপার।’’