Viral Video

মাংসের গন্ধে দোকানে হামলা সিংহের! সেখানেই খাওয়াদাওয়া সারল ‘বনের রাজা’, ভিডিয়োর সত্যতা নিয়ে উঠল প্রশ্ন

দোকানে রাখা সারি সারি কাঁচা মাংসের প্যাকেট। সে দিকেই দৌড় দিয়েছে বিশাল সিংহ। দাঁত দিয়ে প্যাকেট ছিঁড়ে দোকানের মধ্যেই বসে পড়েছে সে। তার পর আয়েস করে মাংস খেতে শুরু করে সিংহটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ০৯:৪৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলে জঙ্গলে ঘুরে লোকালয়ে ঢুকে পড়ল সিংহ। মাংসের গন্ধ পেয়ে সোজা পৌঁছে গেল নির্দিষ্ট তাকের সামনে। সেখানে থরে থরে রাখা রয়েছে কাঁচা মাংসের প্যাকেট। সেই তাকেই হামলা শুরু করল সিংহটি। একের পর এক প্যাকেট দাঁত দিয়ে ছিঁড়ে কাঁচা মাংস খেতে আরম্ভ করল পশুরাজ। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘লায়ন.প্যাশন্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দোকানের ভিতর একটি বিশাল সিংহ ঢুকে পড়েছে। তাকে দেখে দোকান থেকে পালিয়ে যাচ্ছেন ক্রেতারা। কিন্তু কাউকে আক্রমণ করছে না সিংহটি। তার নজর অন্য দিকে। দোকানে রাখা সারি সারি কাঁচা মাংসের প্যাকেট। সে দিকেই দৌড় দিয়েছে সিংহটি।

দাঁত দিয়ে প্যাকেট ছিঁড়ে দোকানের মধ্যেই বসে পড়েছে সে। তার পর আয়েস করে মাংস খেতে শুরু করল সিংহটি। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তার সত্যতা নিয়ে উঠল প্রশ্ন। নেটাগরিকদের একাংশের দাবি, সিংহের মাংস খাওয়ার ভিডিয়োটি নাকি সাউথ আফ্রিকার কোনও এক জঙ্গলের। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে সিংহের ভিডিয়োটির সঙ্গে অন্য একটি ভিডিয়ো জুড়ে দেওয়া হয়েছে। ভিডিয়ো দু’টি এমন নিপুণ ভাবে জুড়ে দেওয়া হয়েছে যে, তা দেখে মনে হচ্ছে, কোনও দোকানে ঢুকে বসে বসে মাংস খাচ্ছে সিংহটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement