ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সিংহ দেখবেন বলে জঙ্গলে গাড়ি নিয়ে সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকেরা। গাড়িতে ছিলেন কয়েক জন আলোকচিত্রীও। বন্যপ্রাণীর ছবি তুলবেন বলে দামি লেন্স নিয়ে গিয়েছিলেন তাঁরা। হঠাৎ সুযোগ পেয়ে আলোকচিত্রীর কাছ থেকে একটি বিশাল লেন্স মুখে নিয়ে পালিয়ে যায় এক সিংহ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ওয়াইল্ডফ্রিলায়ন্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিশাল সিংহ মুখের মধ্যে ক্যামেরার বড় লেন্স নিয়ে হেঁটে অন্য দিকে চলে যাচ্ছে। সিংহটিকে ঘিরে রয়েছে পর্যটকদের গাড়ি। সেই গাড়িগুলিকে পাশ কাটিয়ে ক্যামেরার লেন্স নিয়ে জঙ্গলের গভীরে ছুটে যাওয়ার চেষ্টা করে চলেছে সিংহটি। আসলে, সাফারি করতে গিয়ে সিংহের ছবি তুলছিলেন এক আলোকচিত্রী।
সুযোগ পেয়ে তাঁর ক্যামেরার লেন্স নিয়ে নিয়েছে সিংহটি। এই ঘটনাটি কেনিয়ার মাসাইমারার জঙ্গলে ঘটেছে। সিংহের এই কাণ্ড ক্যামেরাবন্দি করেছেন এক প্রত্যক্ষদর্শী। ভিডিয়োটি দেখার পর এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘নিজের ছবি তুলতে দিতে চায়নি সিংহটি। তাই লেন্সটি চুরি করে ফেলেছে।’’ আবার এক জন লিখেছেন, ‘‘লেন্সটা কী ভাবে ফেরত পাওয়া গেল তা জানার আগ্রহ তৈরি হয়েছে।’’