Viral Video

‘আমার শিকারে ভাগ বসাবি!’ লাফ দিয়ে শকুনির গলায় কামড় বসাল সিংহী, ভাইরাল ভিডিয়ো

সিংহীর অনুপস্থিতিতে তার শিকারে ভাগ বসাতে উড়ে এসে জুড়ে বসে শকুনের দল। দূর থেকে তা দেখতে পেয়ে সে দিকে ছুটে যায় সিংহীটি। ‘বনের রানি’কে দেখে উড়ে পালাতে যায় শকুনের দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১১:৪৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বন্য জন্তুকে শিকার করে কিছুটা খেয়ে একটু জিরিয়ে নিতে গিয়েছিল সিংহী। অর্ধেক খাওয়া শিকার জঙ্গলের মাঝে ফেলে রেখে অন্য দিকে হাঁটাহাঁটি করছিল সে। সেই সুযোগে সিংহীর শিকারে এসে ভাগ বসিয়ে ফেলল শকুনের দল। ব্যস্‌, আর যায় কোথায়! দূর থেকে শকুনদের খাওয়াদাওয়া করতে দেখে একেবারে তেড়ে আসে সিংহীটি। ‘বনের রানি’কে দেখে ভয়ে কোন দিকে পালাবে সে দিশাও হারিয়ে ফেলে শকুনের দল।

Advertisement

রেগেমেগে শূন্যে লাফ দিয়ে ওঠে সিংহী। একটি শকুনের গলায় কামড় বসিয়ে দেয় সে। দলের অন্যেরা পালিয়ে গেলেও সেই শকুনটি আর পালাতে পারে না। সিংহীর শিকারে পরিণত হয় সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘লেটেস্টক্রুগের’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, শূন্যে লাফ দিয়ে শকুন শিকার করছে এক সিংহী। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ক্রুগের জাতীয় উদ্যানে এই ঘটনাটি ঘটেছে। আসলে, বন্য জন্তু শিকার করে খাওয়াদাওয়া করছিল এক সিংহী। এঁটো শিকার জঙ্গলের মাঝে ফেলে রেখে অন্য দিকে হাঁটাহাঁটি করতে গিয়েছিল সে। সিংহীর অনুপস্থিতিতে তার শিকারে ভাগ বসাতে উড়ে এসে জুড়ে বসে শকুনের দল।

Advertisement

দূর থেকে তা দেখতে পেয়ে সে দিকে ছুটে যায় সিংহীটি। ‘বনের রানি’কে দেখে উড়ে পালাতে যায় শকুনের দল। কিন্তু একটি শকুনের ভাগ্য সহায় হয় না। শূন্যে লাফ দিয়ে উঠে সেই শকুনের গলায় কামড় বসিয়ে দেয় সিংহীটি। দলের অন্য শকুনেরা উড়ে পালিয়ে গেলেও সিংহের শিকারে পরিণত হয়ে যায় দুর্ভাগা শকুনটি। এঁটো শিকার ফেলে শকুনটিকে গলাধঃকরণের দিকে মন দেয় সিংহী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement