ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
শিকার করে আর লোভ সামলাতে পারেনি দুই সিংহ। গপগপ করে গিলে ফেলেছে শিকারকে। এখন খাওয়াদাওয়া করে পেট ফুলে ঢোল হয়ে গিয়েছে তাদের। নড়াচড়ার শক্তি পর্যন্ত হারিয়েছে দুই ‘বনের রাজা’। তাই পর্যটকদের দেখে শুয়ে শুয়েই ডেকে চলেছে সিংহেরা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘স্পেক্টাক্যুলার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলে গাড়ি নিয়ে সাফারি করতে বেরিয়েছেন পর্যটকেরা। তাঁদের গাড়ির অনতিদূরেই শুয়ে রয়েছে দু’টি সিংহ। দুই সিংহেরই পেট ফুলে ঢোল হয়ে গিয়েছে। আস্তে আস্তে ডেকে যাচ্ছে দুই সিংহই।
এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা ভিডিয়ো থেকে জানা না গেলেও জানা গিয়েছে যে, সিংহ দু’টি প্রচুর খাওয়াদাওয়া করে ফেলেছে। খেয়েদেয়ে আর নড়ার শক্তি নেই তাদের। তাই জঙ্গলের ভিতর শুয়ে পড়েছে দুই ‘বনের রাজা’। ভিডিয়োটি দেখার পর এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আসলে সিংহ দু’টি বেশি খাওয়াদাওয়া করে আফসোস করছে। সে কথাই বলার চেষ্টা করছে শুয়ে শুয়ে। ‘আর এত খাব না’ বলছে মনে হয়।’’